‘অনেক ভেবেচিন্তেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম’ জেইউ কাণ্ডে মন্তব্য রাজ্যপালের
Last Updated:
#কলকাতা: সংঘাতের আঁচ রবিবারও। যাদবপুর কেন গেছিলেন? বিতর্ক মেটাতে অনড়, জগদীপ ধনখড় বোঝানোর চেষ্টা করলেন, ক্যাম্পাসে গেছিলেন অভিভাবক হিসেবেই। পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অশান্তিতে প্ররোচনার অভিযোগে এফআইআর দায়ের করেছেন যাদবপুরের পড়ুয়ারা।
বৃহস্পতিবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় যাদবপুরে। মুখ্যমন্ত্রী না যাওয়ার অনুরোধ করলেও রাজ্যপাল তথা আচার্য, জগদীপ ধনখড় বিশ্ববিদ্যালয়ে চলে যান। নিজের গাড়িতে বাবুল সুপ্রিয়কে নিয়ে ক্যাম্পাস ছাড়েন। রাজ্যপালের এই ভূমিকার সমালোচনা করে সুর চড়ায় তৃণমূল। পালটা বিবৃতি জারি করে রজভবনও। সেই সংঘাত শুরু। যা চলল রবিবারও।
পালটা কটাক্ষের সুরে তৃণমূলের প্রশ্ন, বাবুল সুপ্রিয় তো যাদবপুরের পড়ুয়া নন? তাঁকে উদ্ধার করতে কেন ক্যাম্পাসে গেলেন রাজ্যপাল?
advertisement
advertisement
এ দিন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করেন যাদবপুরের পড়ুয়ারা। বৃহস্পতিবার, ক্যাম্পাসে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2019 7:19 PM IST