Jagaddal Shootout: রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? ভাটপাড়ায় ভিকি যাদবের খুনে সামনে আসছে প্রশ্নের পর প্রশ্ন

Last Updated:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আট থেকে নটি গুলি করা হয় ভিকিকে৷

নিহত তৃণমূল কর্মী ভিকি যাদব৷
নিহত তৃণমূল কর্মী ভিকি যাদব৷
কলকাতা: নাম জিজ্ঞেস করে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে ভাটপাড়ায় বাড়ির সামনে গুলি করে এক তৃণমূল কর্মীকে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ আতঙ্ক ছড়ায় উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের পুরানি তলাব এলাকায়৷ নিহত তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব৷
আরও কপি পড়তে ফলো করুন –   https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুলিশ সূত্রে খবর, যে মোটরসাইকেলে ভিকির নাম জিজ্ঞাসা করে সেই শুটআউট করে ভিকিকে। মোটরসাইকেলে তিন জনের মধ্যে একজনের মাথায় হেলমেট, বাকি দুজনের মাথায় টুপি ছিল। ভিকি রাজনৈতিক ভাবে সেরকম সক্রিয় ছিল না যে তাঁকে খুন করার জন্য কাউকে পাঠানো হবে। এটা নিয়েই ধন্দ রয়েছে। পুলিশ খতিয়ে দেখছে ব্যক্তিগত কারণে খুন নাকি অন্য কিছু। তিনজনকে চিহ্নিত করে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন –   ঢুকছে পশ্চিমীঝঞ্ঝা! বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, বৃষ্টির দাপটে হবে তোলপাড়
বুধবার জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আসেন। মোমিনপাড়া ঘুরে দেখেন। তিনি বলেন, ‘কেউ পরিচিত ভাড়াটে খুনি দিয়ে খুন করাতে পারে। এর আগেও ভিকির ফ্যামিলি কিছু জন খুন হয়।’ এদিন অর্জুন সিং জানান, ” ব্যক্তিগত শত্রুতার কারণেও এই খুন হয়ে থাকতে পারে। সবটা পুলিশ খতিয়ে দেখবে। “
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আট থেকে নটি গুলি করা হয় ভিকিকে৷ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভিকিকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jagaddal Shootout: রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? ভাটপাড়ায় ভিকি যাদবের খুনে সামনে আসছে প্রশ্নের পর প্রশ্ন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement