Jadavpur University Student Death: ১৫ দিন নয়, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তার আগেই রিপোর্ট দিতে বদ্ধপরিকর তদন্ত কমিটি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
গোটা ঘটনার পিছনে কি র্যাগিং রয়েছে? ইউজিসি-র পক্ষ থেকে চিঠি দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে অ্যান্টি-র্যাগিং কমিটির বৈঠক ডাকতে নির্দেশ।
কলকাতা: ১৫ দিন নয়, তার আগেই তদন্ত রিপোর্ট দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক ছাত্র মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি। গতকাল, বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বেশ কয়েকজন আবাসিক ছাত্রদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। আজ, শুক্রবার তদন্ত কমিটির সদস্যরা ফের বৈঠকে বসবেন। দুপুর আড়াইটে থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনেই বৈঠক করবেন তাঁরা। ডেকে পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সুপারিটেন্ডেন্ট-সহ কয়েকজন আবাসিক ছাত্রদের । তাদের বয়ান নথিবদ্ধ করবেন তদন্ত কমিটির সদস্যরা।
অন্যদিকে গোটা ঘটনার পিছনে কি র্যাগিং রয়েছে? ইউজিসি-র পক্ষ থেকে চিঠি দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে অ্যান্টি-র্যাগিং কমিটির বৈঠক ডাকতে নির্দেশ। আজ, শুক্রবার বিকেলেই যাদবপুরে বসছে অ্যান্টি-র্যাগিং কমিটির বৈঠক।
advertisement
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে প্রথম বর্ষের যে সমস্ত পড়ুয়াদের ‘এ-ওয়ান’ ও ‘এ-টু’ ব্লক দেওয়া হয়েছিল, তাদেরকে নিউ বয়েজ হস্টেলে বৃহস্পতিবার থেকেই শিফট করা শুরু হয়েছে। কোনও পাশ করা ছাত্রছাত্রী বা কোনও বহিরাগত এসে কোনও হস্টেলে থাকতে পারবে না। হস্টেলে সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হচ্ছে, যে সমস্ত পাশ করা স্টুডেন্ট বা বহিরাগতরা এই নির্দেশের পরেও বেরোবে না, তাদের নাম অবিলম্বে পাঠাতে।
advertisement
— Bratya Basu (@basu_bratya) August 11, 2023
যাদবপুর থানা থেকে বৃহস্পতিবার ডি সি এস এস ডি বিদিশা কালিতা বের হওয়ার পর জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই মন্তব্য করার মতো কিছু নেই। তাঁরা সব দিক খতিয়ে দেখে তদন্ত করছেন। হস্টেলের ১০ থেকে ১৫ জন আবাসিককে জেরা করা হয়েছে। এখনও যাদবপুর থানায় ৮ থেকে ১০ জন আবাসিক রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃত ছাত্রের বাড়ির পক্ষ থেকে এখনও পর্যন্ত লিখিতভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 11, 2023 9:39 AM IST