Jadavpur University: মারাত্মক অভিযোগ, একজন নন-যাদবপুরের অধ্যাপকের 'শিকার' বহু ছাত্রী!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jadavpur University: অভিযোগ সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক বাড়িতে নেই। এমনটাই জানিয়েছেন তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী।
#কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বিস্ফোরক অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত শিক্ষক অতনু সাহা ওই ছাত্রী ছাড়াও অনেক ছাত্রীদের সঙ্গে একই আচরণ করেছেন বলে অভিযোগ। অভিযুক্ত ওই শিক্ষক অন্য ছাত্রীদের হুমকি দিতেন এই বলে যে, পড়ুয়াদের মেয়াদ শিক্ষাবর্ষ পর্যন্ত, তবে শিক্ষক থেকে যাবেন বিশ্ববিদ্যালয়ে। তাই মুখ খোলা যাবে না। কার্যত প্রভাব খাটিয়েই তিনি অভিযোগ করতে বাধা দিতেন।
এদিকে অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত শিক্ষক বাড়িতে নেই। এমনটাই জানিয়েছেন তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, গতকাল বিকেলের পর থেকে আর বাড়িতে নেই অভিযুক্ত অধ্যাপক অতনু সাহা। ওই আবাসনের স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যেই অন্য মহিলারা আসতেন অতনু সাহার ফ্ল্যাটে।
যাদবপুর থানা সূত্রে খবর, অভিযুক্তের বাড়িতে পুলিশ গেলেও খোঁজ মেলেনি শিক্ষকের। অভিযোগকারিণী ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে ইতিমধ্যেই। আলিপুর আদালতে গোপন জবানবন্দির আবেদন করা হয়েছে পুলিশের তরফে। অভিযুক্তের ফোন বন্ধ থাকায় তাঁর মালদার বাড়িতে যাওয়ার কথা ভাবছে পুলিশ।
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রধান। অভিযোগকারী ওই ছাত্রীর দাবি, বছর খানেক আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেন ওই অধ্যাপক। নির্যাতিতা আরও জানান, সম্প্রতি তিনি বিয়ে করার কথা বললে ওই অধ্যাপক মানতে রাজি হননি। বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। যাদবপুর থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপরই অবশ্য ওই অধ্যাপককে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2021 1:58 PM IST