Kunal Ghosh: ‘বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণ’ করা হচ্ছে, যাদবপুর সংক্রান্ত বৈঠকের পরে রাজ্যপালকে তীব্র কটাক্ষ কুণালের  

Last Updated:

রাজ্যের শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন অভিযোগ করেন, "রাজ্যপাল একটি বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজের মতো করে উপাচার্য নিয়োগ করেছেন৷ উনি শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযান শুরু করেছেন৷ উপাচার্য হিসাবে তিনি একতরফা নিয়োগ শুরু করেছেন৷ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গৌতম সাহাকে নিয়োগ করেছেন৷ উনি উগ্র বিজেপি সমর্থক।’’

কলকাতা: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ঘিরে দফায় দফায় রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছেই৷ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একাধিক বিল রাজভবন আটকে রয়েছে বলেও অভিযোগ করে আসছে শাসকদল। এবার আরও একধাপ সুর চড়িয়ে শাসকদলের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণ করা হচ্ছে। পছন্দের লোককে উপাচার্য হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
রাজ্যের শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন অভিযোগ করেন, “রাজ্যপাল একটি বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজের মতো করে উপাচার্য নিয়োগ করেছেন৷ উনি শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযান শুরু করেছেন৷ উপাচার্য হিসাবে তিনি একতরফা নিয়োগ শুরু করেছেন৷ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গৌতম সাহাকে নিয়োগ করেছেন৷ উনি উগ্র বিজেপি সমর্থক।’’
আরও পড়ুন: বিপাকে অধীর চৌধুরী, ‘অসংসদীয় আচরণ’ নিয়ে শুক্রবার তলব করল প্রিভিলেজ কমিটি
এর পরেই কুণালের তোপ, ‘‘রাজ্যপাল আনন্দ বোস, সাংবিধানিক রীতিনীতি গণ্ডি যা বাঁধা আছে, তা তিনি পালন করছেন না৷ বিজেপি নেতাদের মতো গণ্ডি বাঁধা আছে৷ বিজেপির এজেন্ট ও কার্যকর্তার ভূমিকা পালন করছেন৷ বাছাই বাছাই বিজেপির লোকেদের উদ্দেশ্য ও মানসিকতা নিয়ে চলা মানুষদের/অধ্যাপকদের উপাচার্য নিয়োগ করছেন৷ শিক্ষা দফতরের কাজে নাক গলাচ্ছেন৷ নির্দিষ্ট রাজনৈতিক তকমা লাগানো ব্যক্তিদের নিয়ে এগোচ্ছেন৷ এই প্রক্রিয়া অরাকজকতা, শূন্যতা সৃষ্টি করবে৷ আমরা অবিলম্বে এর থেকে বিরত থাকতে অনুরোধ করছি৷ একাধিক বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ এসেছে৷ উনি বুধবার যাদবপুর নিয়ে যে বৈঠক করছেন সেটা করতে পারেন না৷ এক্তিয়ার নিয়ে প্রশ্ন আছে। তিনি বারবার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন।”
advertisement
advertisement
এর আগেও শিক্ষামন্ত্রী সহ রাজ্যের শাসকদলের একাধিক নেতানেত্রী রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সেই সংঘাত আরও তীব্র হতে শুরু করেছে। নির্দিষ্ট করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, “ওই বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নিয়োগ করা রাজ্যপাল গৌতম দাস ঘোষিত এবং উগ্র বিজেপি সমর্থক। দীর্ঘদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন।” কুণাল বলছেন, ‘‘বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করা হচ্ছে। রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বদনাম করার চেষ্টা হচ্ছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: ‘বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণ’ করা হচ্ছে, যাদবপুর সংক্রান্ত বৈঠকের পরে রাজ্যপালকে তীব্র কটাক্ষ কুণালের  
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement