Jadavpur University: ঠিক কী ঘটেছিল বুধবার? ছাত্র মৃত্যুতে এবার হস্টেল সুপার-সহ এক পড়ুয়াকে ডেকে পাঠাল যাদবপুর

Last Updated:

রিপোর্ট তলব করেছে ইউজিসি৷ তাই সোমবার বৈঠক বসলেন যাদবপুরের অন্তবর্তী তদন্ত কমিটি এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যেরা৷ ডিন অফ স্টুডেন্টস, হস্টেল সুপার এবং এক ছাত্রীকে তলব৷

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কাছে একদিনের মধ্যে রিপোর্ট তলব করেছে ইউজিসি৷ তাই সোমবার বৈঠকে বসলেন বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী তদন্ত কমিটি এবং অ্যান্টি র‍্যাগিং কমিটির সদস্যেরা৷ গত বুধবার যাদবপুরের মেন হস্টেলের নীচে নগ্ন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র৷ মাত্র তিন দিন আগে সে বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিল৷ ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ এনেছেন ওই ছাত্রের বাবা৷ গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী ও বর্তমান দুই ছাত্র মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত৷
এদিনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্তর্বর্তী কমিটির বৈঠকে ডিন অফ স্টুডেন্টস এবং মেন হস্টেলের সুপারকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷ এছাড়া, ডাকা হয়েছে এক ছাত্রী সহ একাধিক ব্যক্তিকে। বুধবার রাতে এবং আগের দিনগুলিতে ঠিক কী ঘটেছিল, সে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতেই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ এছাড়াও, এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা বসানো নিয়েও কথা হতে পারে বলে জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন: হাইকোর্টে গড়াল যাদবপুরের ছাত্রমৃত্যুর জের, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির
আগামী বুধবার যাদবপুরে ইউজিসি-র প্রতিনিধি দল আসার কথা৷ ইউজিসি-র গাইডলাইন মেনে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তা নেওয়া হয়েছে কিনা, বা না নেওয়া হলে, তা কেন হয়নি, এই সমস্ত বিষয় ওই দল জানতে চাইবে বলে সূত্রের খবর৷
advertisement
আরও পড়ুন: মৃত ছাত্রের চিঠিতে লেখা সিনিয়র ‘রুদ্রে’র নাম, কে এই রুদ্র? যাদবপুরের ঘটনায় ‘রাজনীতি’র গন্ধ
এদিন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন তাঁরা৷ তাঁর সঙ্গে দিল্লির অ্যান্টি র‍্যাগিং সেল যোগাযোগ করেছে বলে জানান তিনি৷ তাঁদের মেল-এর উত্তরও দেওয়া হয়েছে রেজিস্ট্রারের তরফে৷ এদিন কথা বলার সময় কার্যত গলা বারী হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের৷
advertisement
অন্যদিকে, ঘটনার বিচারের দাবিতে অরবিন্দ ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান যাদবপুরের ছাত্রছাত্রীদের একাংশ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: ঠিক কী ঘটেছিল বুধবার? ছাত্র মৃত্যুতে এবার হস্টেল সুপার-সহ এক পড়ুয়াকে ডেকে পাঠাল যাদবপুর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement