Jadavpur University: উত্তরে সন্তুষ্ট নয়! র‍্যাগিং ঠেকাতে কী কী ব্যবস্থা ছিল? এবার ১২ পয়েন্টে যাদবপুরের কাছে জবাব চাইল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন

Last Updated:

সূত্রের খবর, সেই উত্তরে সন্তুষ্ট হয়নি ইউজিসি। তাই ফের একদফায় চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফের চিঠি পাঠাল ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন)৷ র‍্যাগিং ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, ১২টি পয়েন্টে তার তথ্য চেয়ে পাঠাল ইউজিসি৷ প্রসঙ্গত, গত বুধবারই ইউজিসি-র তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়। মূলত, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ঠেকাতে ইউজিসির নিজস্ব নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথি চেয়ে পাঠানো হয়।
যাদবপুরে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পরপরই ইউজিসির তরফে ঘটনার বিস্তারিত তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে চেয়ে পাঠানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই চিঠির উত্তর দেওয়া হলেও, সূত্রের খবর, সেই উত্তরে সন্তুষ্ট হয়নি ইউজিসি। তাই ফের একদফায় চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের কাছে বেশ কয়েকটি বিষয়ে জানতে চেয়েছে ইউজিসি। তার মধ্যে অন্যতম, র‍্যাগিং সংক্রান্ত আইনকানুন এবং তা না মেনে চললে কী শাস্তি হতে পারে সে সম্পর্কে ছাত্রদের লিফলেট দিয়ে জানানো হয়েছিল কি না, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার জন্য পড়ুয়াদের কাছে এফিটডেভিট নেওয়া হয়েছিল কি না, বা অ্যাডমিশন ফর্মে অ্যান্টি র‍্যাগিং কমিটির ফোন নম্বর ছাপা ছিল কি না, তার মতো গুরুত্বপূর্ণ একাধিক বিষয়। ইউজিসি এই প্রশ্নগুলির উত্তর চাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাছে সমস্ত উত্তরের সংশ্লিষ্ট নথিও চেয়ে পাঠিয়েছে ইউজিসি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University: উত্তরে সন্তুষ্ট নয়! র‍্যাগিং ঠেকাতে কী কী ব্যবস্থা ছিল? এবার ১২ পয়েন্টে যাদবপুরের কাছে জবাব চাইল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement