Saayoni Ghosh: ২৬-এর প্রস্তুতি এখন থেকেই? জনসংযোগ সহায়তা কেন্দ্র খুললেন সায়নী ঘোষ

Last Updated:

২০২৬-এর আগে প্রতি সাংসদকে তাঁর বিধানসভা কেন্দ্রের নানা বিষয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। তাই সাংসদ জনসংযোগ সহায়তা কেন্দ্র খোলার সিদ্ধান্ত।

সায়নী ঘোষ
সায়নী ঘোষ
কলকাতা: এবার জনসংযোগ সহায়তা কেন্দ্র খুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সাংসদদের জনসংযোগে জোর দিতে বলা হয়েছিল। তার প্রেক্ষিতেই সাংসদেরা এই বিষয়ে উদ্যোগী হচ্ছেন। ২০২৬-এর আগে প্রতি সাংসদকে তাঁর বিধানসভা কেন্দ্রের নানা বিষয়ে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। তাই সাংসদ জনসংযোগ সহায়তা কেন্দ্র খোলার সিদ্ধান্ত।
যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়ে সায়নী এখন তৃণমূল সাংসদ। ভোটে জেতার পরেই চমক দিয়েছিলেন সায়নী ঘোষ। এবার থেকে সরাসরি ফোনে কথা বলতে পারবেন সাংসদের সঙ্গে। তার জন্য শীঘ্র চালু হচ্ছে হেল্পলাইন নম্বর।
advertisement
সায়নী জানিয়েছিলেন, ‘একমাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু হবে। ‌যার মাধ্যমে মানুষ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যা জানাতে পারবেন।’ বলেন,”পুরসভার যে সব ওয়ার্ডে মাইনাস হয়েছে সেখানে আমি নিজে কাজ করব। প্রতি অঞ্চলের বুথে বুথে গিয়ে বিশ্লেষণ করব ফলাফল। যে সব বুথে ফল খারাপ হয়েছে সেখানে মানুষের বিশ্বাস কেন চলে গিয়েছে তা স্কুটিনি করব।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saayoni Ghosh: ২৬-এর প্রস্তুতি এখন থেকেই? জনসংযোগ সহায়তা কেন্দ্র খুললেন সায়নী ঘোষ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement