তমলুক তাম্রলিপ্ত, ইসলামপুর ঈশ্বরপুর, নাম পরিবর্তনের ঝড় এবার রাজ্যের জেলাতেও !
Last Updated:
যোগী রাজ্যের মতো এ রাজ্যেও নাম পরিবর্তনের ঝড় উঠলে বদলে যাবে একাধিক জেলার নাম !
#কলকাতা: বিজেপির জমানায় নাম বদলের হাওয়া। ইসলামপুর না ঈশ্বরপুর? এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি। শুধু ইসলামপুরই নয়, বিশ্ব হিন্দু পরিষদের বাংলার সাংগঠনিক মানচিত্রে বহরমপুর, তমলুকের কোনও অস্তিত্বই নেই। ভিএইপি নেতা-কর্মীরা তাদের অন্য নামে চেনেন। যোগী রাজ্যের মতো এ রাজ্যেও নাম পরিবর্তনের ঝড় উঠলে বদলে যাবে একাধিক জেলার নাম।
উত্তরপ্রদেশে নাম বদলের আঁচ এবার বাংলায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ‘সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির’ স্কুলের বোর্ডে, জায়গার নাম ইসলামপুরের বদলে ঈশ্বরপুর। এই বোর্ড ঘিরেই বিতর্ক তৈরি হয়।
নাম বদলের জেরে স্কুলের অনুমোদনই বাতিল করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। আর এখান থেকেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক। গেরুয়া শিবিরের দাপটে যেভাবে মোগলসরাই দীনদয়াল উপাধ্যায় হয়েছে। ফৈজাবাদ অযোধ্যা কিংবা এলাহাবাদ প্রয়াগরাজ হচ্ছে, বাংলায় নাম বদলের ধুম উঠলে বদলে যাবে বহু জায়গার নাম। বাংলায় বিশ্ব হিন্দু পরিষদের সাংগঠনিক দিক থেকে জেলাগত বিভাজন একেবারেই আলাদা।
advertisement
advertisement
ভিএইচপির দাবি, মুসলিম বা ইংরেজ শাসনকালে দেশের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন হয়েছিল। পরাধীনতার সেই প্রতীক মুছতে গেলে নাম পরিবর্তন করা প্রয়োজন।
ইসলামপুরের নাম ঈশ্বরপুর না করার পিছনে সংখ্যালঘু তোষণের রাজনীতি কাজ করছে বলে অভিযোগ ভিএইচপির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2018 8:04 PM IST