বড়দিন অথচ শীত প্রায় উধাও, চা-কফি ছেড়ে দেদার বিক্রি হল আইসক্রিম ও ঠান্ডা পানীয়

Last Updated:

বেলা যতই বেড়েছে ততই লাফিয়ে লাফিয়ে বিক্রি বেড়েছে জল, আইসক্রিম, ঠান্ডা পানীয়ের।

#কলকাতা: বড়দিন কিন্তু ঠান্ডা কোথায়? ডিসেম্বরের শীতও যেন ছুটি কাটাতে গিয়েছে।  প্রতিবারের মতোই পর্যটকেদের ভিড় জমেছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকোপার্ক, নিকোপার্কে । তবে এবারের ছবিটা একেবারেই অন্যরকম।
বেলা যতই বেড়েছে ততই লাফিয়ে লাফিয়ে বিক্রি বেড়েছে জল, আইসক্রিম, ঠান্ডা পানীয়ের। বড়দিনে আইসক্রিম খাওয়ার একটা চল আছে। কিন্তু এই সময় ঠান্ডা পানীয়র বিক্রি একদমই তলানিতে এসে ঠেকে। এমনকি জলটাও তুলনামূলক কমই খাওয়া হয়। এই সময় কদর বাড়ে চা, কফি, স্যুপ জাতীয় উষ্ণ পানীয়ের।  কিন্ত এবারে তার ব্যাতিক্রম হল। জল, ঠান্ডা পানীয়ের দোকানের সামনে দেখা গেল লম্বা লাইন। বরং চা, কফির দোকান কার্যত ফিকে হয়ে ছিল সারাদিন।
advertisement
advertisement
বড়দিনে এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। রাজ্যজুড়েই ঊর্ধ্বমুখী পারদ। কার্যত হাস ফাঁস অবস্থা শহরবাসীর। বিশেষ করে বেড়াতে গিয়ে গলদঘর্ম অবস্থা সাধারণ মানুষের। কলকাতায় সকাল থেকে কুয়াশা দেখা গেলেও পরে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায়। তবে এক্ষুনি বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল  ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
রাজ্যের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী কয়েক দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বলা যেতেই পারে  আগামী কয়েক দিনের জন্য শীত প্রায় উধাও হতে চলেছে। এই রকম পরিস্থিতি চলতে থাকলে নতুন বছরের শুরুতেও শীতের প্রায় দেখা মেলাই ভার হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড়দিন অথচ শীত প্রায় উধাও, চা-কফি ছেড়ে দেদার বিক্রি হল আইসক্রিম ও ঠান্ডা পানীয়
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement