রবিবার আইএসএলে সৌরভ বনাম ধোনি, প্লে অফের দৌড়ে ফেরার ম্যাচ এটিকের

Last Updated:

সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম এমএসডি। আইএসএলে কলকাতা-চেন্নাই মুখোমুখি মানেই চলে আসে লড়াইটা।

#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম এমএস ধোনি। আইএসএলে কলকাতা-চেন্নাই মুখোমুখি মানেই চলে আসত এই লড়াইটা।  আইএসএল থ্রি-তে এবার সেই ঝাঁঝ উধাও। বরং রবিবার জিতে প্লে অফে ঢুকে পড়ার দৌড়েই এখন চোখ দুই দলের।
প্লে অফের দৌড়ে ফিরে আসার ৯০ মিনিট।  আইএসএল থ্রি-তে রবিবার মুখোমুখি কলকাতা-চেন্নাই। মাঠে মেন্ডির সামনে পস্তিগা। ডাগ আউটে স্ট্র্যাটেজির ঝনঝনানি নিয়ে মলিনা বনাম মাতেরাজ্জি।পয়েন্ট টেবিলে পাঁচ বনাম ছয়। রবিবার তিনটে পয়েন্ট প্রথম চারের দৌড়ে ঢুকিয়ে দিতে পারে দুটো দলকেই। মাতেরাজ্জি হোন বা মলিনা। দুই কোচই উঠে পড়তে চাইছেন জয়ের হাইওয়েতে।
advertisement
টুর্নামেন্ট যতো এগিয়েছে পারফরম্যান্সের গ্রাফ যেন ততোই পড়েছে হিউম, তিরি, সামিঘ দ্যুতিদের। এবারের আইএসএলের শুরুতে যে দলটাকে প্লে অফে নিশ্চিত মনে হচ্ছিল, টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গেই যেন ফিকে হচ্ছে প্রথমবারের চ্যাম্পিয়নরা।
advertisement
দিল্লি ডায়নামোস, নর্থ-ইস্ট, মুম্বই। চান্স ফ্যাক্টর এবার বারেবারে বাঁচিয়েছে কলকাতার অ্যাটলেটিকোকে। রবিবার চেন্নাইয়ানের বিরুদ্ধেও কি আরও একবার প্লে অফের সিঁড়ি হয়ে উঠবে মলিনার ভাগ্য। তিন কাঠির নিচে দাঁড়িয়ে দুর্বল ডিফেন্সের অনেক খামতিই ঢেকে দিচ্ছেন মলিনার গোলকিপার দেবজিৎ মজুমদার। কিন্তু তাতেও যে শেষরক্ষা হচ্ছে না। বোরহা ফার্নান্ডেজ এবার অতীতের ছায়া। তিরি, জাভি লারা কোন ম্যাচে জ্বলবেন, আর কোন ম্যাচে ঝোলাবেন, বোঝা মুশকিল। মাতেরাজ্জির দলের বিরুদ্ধে এবারও তাই হিউম-পস্তিগাই ট্রাম্প কার্ড মলিনার। অন্যবার মাঠের বাইরে সৌরভ-ধোনির ছায়াযুদ্ধ এই ম্যাচে বাড়তি মাত্রা যোগ করে। আইএসএল থ্রি-তে এবার যে সেই ঝাঁঝও উধাও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবার আইএসএলে সৌরভ বনাম ধোনি, প্লে অফের দৌড়ে ফেরার ম্যাচ এটিকের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement