West Bengal Assembly Election 2021: প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ, কী চমক দিল বাম-কংগ্রেসের শরিক?

Last Updated:

এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আইএসএফ৷

#কলকাতা: অন্যান্য প্রায় সব দলেরই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে৷ এবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল আব্বাস সিদ্দিকির দল আইএসএফ (ISF) বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট৷ প্রাথমিক ভাবে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে৷ আরও বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নাম কয়েকদিন পর জানানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে৷
এবারের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে আইএসএফ৷ দল ঘোষণার পর আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি দাবি করেছিলেন, জাতি ধর্ম নির্বিশেষে সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতিনিধিত্ব করবে তাঁর দল৷ রাজনৈতিক মহলের মতে, আইএসএফ-এর প্রার্থী তালিকায় সে অর্থে বড় কোনও নাম না থাকলেও এই তালিকা নিয়ে চর্চা করার মতো যথেষ্ট রসদ রয়েছে৷
advertisement
এ দিন মোট কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ প্রথম তিন- চার দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, মূলত সেখানকার আসনগুলির প্রার্থীদের নামই ঘোষণা করা হয়েছে৷ ভাঙড়, ক্যানিং পূর্ব, মধ্যমগ্রামের মতো আসনগুলিতে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি৷ একই ভাবে উত্তরবঙ্গের আসনগুলিতেও প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election 2021: প্রার্থী তালিকা ঘোষণা করল আইএসএফ, কী চমক দিল বাম-কংগ্রেসের শরিক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement