#কলকাতা: পিছিয়ে যেতে পারে পঞ্চায়েত ভোট ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজনীতির আনাচে কানাচে ৷
পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ৷ ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করল আদালত ৷ ১৬ এপ্রিল চূড়ান্ত রিপোর্ট জমা দেবে নির্বাচন কমিশন ৷ তারপরই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট ৷
হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের জেরে ভোট প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এখনও ভোট প্রক্রিয়ার বহু কাজ বাকি ৷ ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ার সমস্ত কাজ বন্ধ ৷ ফলে পিছিয়ে যেতে পারে পঞ্চায়েত ভোট ৷রাজ্য নির্বাচন কমিশনকে ষোলই এপ্রিল পর্যন্ত ভোট প্রস্তুতি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে, পয়লা মে-র আগে, প্রতীক বাছাই, ব্যালট পেপার ছাপানোর মতো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবে না কমিশন। সেকারণেই নির্বাচন পিছনোর সম্ভাবনা জোরাল হচ্ছে। তাতে নতুন করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায় বিরোধীরা।
প্রতিদিনই নতুন নতুন বাঁক নিচ্ছে পঞ্চায়েত ভোট নিয়ে মামলা। বৃহস্পতিবার হাইকোর্টে যে নির্দেশ দিয়েছে তাতে রাজ্যে পঞ্চায়েত ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা জোরাল হয়ে উঠছে।
- জমা পড়া মনোনয়নপত্রের স্ক্রুটিনি চালাচ্ছে নির্বাচন কমিশন - ১৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল - তারপর, প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা ছিল রাজ্য নির্বাচন কমিশনের - এরপর, নির্দল প্রার্থীদের প্রতীক বাছাইের কাজ কমিশনের হাতে - শেষ পর্যায়ে রয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ব্যালট ছাপানোর মতো গুরুত্বপূর্ণ কাজ - ব্যালট পেপার ছাপতে ১০ থেকে ১৪ দিন সময় লাগতে পারে - ফলে, ১৬ এপ্রিলকে মাইলস্টোন ধরলে ভোটপ্রস্তুতির লম্বা প্রক্রিয়া শেষ করতে হাতে সময় পাবে না রাজ্য নির্বাচন কমিশননির্বাচন প্রক্রিয়ায় ১৬ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের বিরোধীতায় ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার ৷ রাজ্য নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থার সিদ্ধান্তে কি আদালত হস্তক্ষেপ করতে পারে? সেই প্রশ্নও উঠছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Is panchayat Election getting delayed, North Bengal Panchayat Election 2018, Panchayat Election, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, Stay oder on Panchayat Election