তবে কি পিছিয়ে যাচ্ছে পুরভোট ? উত্তরে "পরিস্থিতি অস্বাভাবিক " মন্তব্য পার্থর  

Last Updated:

এবার এক ইঙ্গিতবাহী মন্তব্য করলেন রাজ্য শাসক দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।

#কলকাতা: পুরভোট কি পিছিয়ে যাচ্ছে ?  এখন এই প্রশ্নই রাজ্যের সব মহলে । সোমবার সব রাজনৈতিক দলকেই বৈঠকে ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। ভোট পিছিয়ে দেওয়া উচিৎ এই মর্মে সওয়াল করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এবার এক ইঙ্গিতবাহী মন্তব্য করলেন রাজ্য শাসক দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।
রবিবার বেহালায় সাংবাদিক দের মুখোমুখি রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন "পরিস্থিতি অস্বাভাবিক "। গোটা সিদ্ধান্ত যে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকেই স্থির হবে,  সে কথাও জানিয়ে দেন মহাসচিব । করোনা সংক্রমনের জেরে আগামী বুধবার থেকেই বন্ধ হতে পারে বিধানসভার চলতি অধিবেশন ।
এক শীর্ষ মন্ত্রীর কথায়, " বিধানসভা বন্ধ করা হলে সেই একই যুক্তিতে পুরভোট হয় কি ভাবে "। এই প্রশ্নই এখন সবার মুখে। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে,  তাতে বহু রাজনৈতিক দল ই এই সময় পুরভোট করা কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়ে সন্দিহান।  শুধু তাই নয়। ভোট করতে গেলে অজস্র ভোট কর্মীদের ট্রেনিং সহ একাধিক কাজ রয়েছে কমিশনের তরফে। করোনা পরিস্থিতি এই রকম চললে কমিশনের পক্ষেও ভোট পরিচালনা করা বাস্তবিকই সমস্যার। সে ক্ষেত্রে ভোট পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সব মহল। এই পরিস্থিতিতে রাজ্য শাসক দলের মহাসচিবের, " পরিস্থিতি অস্বাভাবিক ", মন্তব্যটি যথেস্ট ইঙ্গিতপূর্ণ বলেই মানছে সব মহল " ৷
advertisement
advertisement
Sourav Guha
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তবে কি পিছিয়ে যাচ্ছে পুরভোট ? উত্তরে "পরিস্থিতি অস্বাভাবিক " মন্তব্য পার্থর  
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement