বল চেয়ে আম্পায়ার পেলেন আপেল !

Last Updated:

এই অদ্ভূত ঘটনাটাই ঘটেছে দেশের অন্যতম সেরা এবং ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্সে ৷

#কলকাতা: আইপিএল-কে বিনোদনের ক্রিকেট হিসেবে অনেকেই ধরে থাকেন ৷ তাঁরা যে একেবারে ভুল নয়, এবারের আইপিএলে একটা ছোট্ট ঘটনাই তার প্রমাণ ৷ খেলা সবে শুরু হওয়ার কথা ৷ ফিল্ডিং টিম মাঠে নেমে গিয়েছে ৷ ব্যাটসম্যানরাও নামছেন ৷ তখন ম্যাচের বল নিতে গিয়েই এক অদ্ভূত মজার সাক্ষী থাকল গোটা মাঠ ৷ সেটা হল বলের বদলে প্রথমে এক সুন্দরীর হাত থেকে আম্পায়ার পেলেন আপেল !
হ্যাঁ, ঠিক এই অদ্ভূত ঘটনাটাই ঘটেছে দেশের অন্যতম সেরা এবং ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্সে ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুণে সুপারজায়ান্টস ম্যাচ শুরুর আগে অনেকটা ফুটবলের ধাঁচে ম্যাচের বল বেছে নেওয়ার দায়িত্ব ছিল আম্পায়ারদের ৷ বলটা দেওয়ার কাজটা করছিলেন এক মডেল ৷ তিনি মাঠের মধ্যেই আপেলের পসরা সাজিয়ে বসেছিলেন ৷ আম্পায়াররা এসে তাঁর থেকে বল চাইতে তিনি দিলেন একটি আপেল ৷ আম্পায়ার তা দেখে হাত নেড়ে বললেন, যে তিনি আপেল চান না ৷ এরপর আরও একবার একটি আপেল আম্পায়ারকে দিতে চাইলেন ওই সুন্দরী ৷ কিন্তু আম্পায়ার তাতেও মাথা নেড়ে বললেন, যে আপেল নয়, বল চান তিনি ৷ শেষমেশ আম্পায়ারের হাতে একটি বল দিলেন ওই মহিলা। আম্পায়ারও বল হাতে হাসিমুখে চললেন ম্যাচ শুরু করতে ৷
advertisement
তবে এরপরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ ইডেনের মতো দেশের একটি ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের মতো ‘জেন্টলসম্যান গেম’-এ এমন দৃশ্য অনেকেই বেমানান বলে মনে করছেন ৷ পুরো জিনিসটাই আয়োজকদের ‘স্ক্রিপটেড’ হলেও ম্যাচ শুরুর আগে এই ‘মজা’করাটা কি খুব দরকার ছিল ? প্রশ্ন তুলেছেন অনেকেই ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
বল চেয়ে আম্পায়ার পেলেন আপেল !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement