বল চেয়ে আম্পায়ার পেলেন আপেল !

Last Updated:

এই অদ্ভূত ঘটনাটাই ঘটেছে দেশের অন্যতম সেরা এবং ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্সে ৷

#কলকাতা: আইপিএল-কে বিনোদনের ক্রিকেট হিসেবে অনেকেই ধরে থাকেন ৷ তাঁরা যে একেবারে ভুল নয়, এবারের আইপিএলে একটা ছোট্ট ঘটনাই তার প্রমাণ ৷ খেলা সবে শুরু হওয়ার কথা ৷ ফিল্ডিং টিম মাঠে নেমে গিয়েছে ৷ ব্যাটসম্যানরাও নামছেন ৷ তখন ম্যাচের বল নিতে গিয়েই এক অদ্ভূত মজার সাক্ষী থাকল গোটা মাঠ ৷ সেটা হল বলের বদলে প্রথমে এক সুন্দরীর হাত থেকে আম্পায়ার পেলেন আপেল !
হ্যাঁ, ঠিক এই অদ্ভূত ঘটনাটাই ঘটেছে দেশের অন্যতম সেরা এবং ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্সে ৷ কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুণে সুপারজায়ান্টস ম্যাচ শুরুর আগে অনেকটা ফুটবলের ধাঁচে ম্যাচের বল বেছে নেওয়ার দায়িত্ব ছিল আম্পায়ারদের ৷ বলটা দেওয়ার কাজটা করছিলেন এক মডেল ৷ তিনি মাঠের মধ্যেই আপেলের পসরা সাজিয়ে বসেছিলেন ৷ আম্পায়াররা এসে তাঁর থেকে বল চাইতে তিনি দিলেন একটি আপেল ৷ আম্পায়ার তা দেখে হাত নেড়ে বললেন, যে তিনি আপেল চান না ৷ এরপর আরও একবার একটি আপেল আম্পায়ারকে দিতে চাইলেন ওই সুন্দরী ৷ কিন্তু আম্পায়ার তাতেও মাথা নেড়ে বললেন, যে আপেল নয়, বল চান তিনি ৷ শেষমেশ আম্পায়ারের হাতে একটি বল দিলেন ওই মহিলা। আম্পায়ারও বল হাতে হাসিমুখে চললেন ম্যাচ শুরু করতে ৷
advertisement
তবে এরপরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ ইডেনের মতো দেশের একটি ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের মতো ‘জেন্টলসম্যান গেম’-এ এমন দৃশ্য অনেকেই বেমানান বলে মনে করছেন ৷ পুরো জিনিসটাই আয়োজকদের ‘স্ক্রিপটেড’ হলেও ম্যাচ শুরুর আগে এই ‘মজা’করাটা কি খুব দরকার ছিল ? প্রশ্ন তুলেছেন অনেকেই ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বল চেয়ে আম্পায়ার পেলেন আপেল !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement