স্রেফ অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগে চিঠি? নাকি রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে? চিঠিতে অনেক প্রশ্ন
Last Updated:
#কলকাতা: স্রেফ অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ? নাকি পিছনে অন্য কোনও কারণ? কেন মোদি সরকারের দ্বিতীয় জমানার শুরুতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন? বিশিষ্টদের একটি চিঠি ঘিরে নানা প্রশ্ন।
দেশজুড়ে অসহিষ্ণুতা-গণপিটুনি-ধর্মীয় উন্মাদনার বিরোধিতা করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বিশিষ্টজনেরা। চিঠিতে সই রয়েছে উনপঞ্চাশ জন বুদ্ধিজীবীর। যারমধ্যে অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষেদের মতো বাংলার বেশ কয়েকজন বিশিষ্টদের নাম রয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা তাঁদের চিঠি ঘিরে প্রত্যাশিতভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
অপর্ণা সেন-কৌশিক সেনরা আত্মপক্ষে যুক্তি সাজালেও, চিঠিতে রাজনীতির গন্ধ পাচ্ছেন গেরুয়াপন্থী বিশিষ্টজনেরা। পালটা প্রশ্ন উঠছে বাংলায় অসহিষ্ণুতা নিয়েও।
advertisement
advertisement
অসহিষ্ণুতার প্রতিবাদ করে চিঠি। ধর্মীয় স্বাধীনতা আর গণতন্ত্ররক্ষার দাবি জানিয়ে চিঠি। অভিযোগ-পালটা অভিযোগের আড়ালে ঢাকা পড়ে যাবে নাতো চিঠির
এই স্পর্শকাতর ইস্যুগুলি? একটি মাত্র চিঠি সতি-সত্যিই অনেক প্রশ্নের জন্ম দিয়ে দিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 24, 2019 11:28 PM IST