হাওড়া ও দক্ষিণ ২৪ পরনগায় ইন্টারনেট পরিষেবা ফেরানোর নির্দেশ দিল নবান্ন

Last Updated:

নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে হিংসা রুখতে গত রবিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷

#কলকাতা: নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসাত্মক আন্দোলন রুখতে টানা কয়েক দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি জেলায়৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায় ইন্টারনেট পরিষেবা ফেরানোর নির্দেশ দিল নবান্ন৷ আজ থেকেই হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় স্বাভাবিক হয়ে যাচ্ছে ইন্টারনেট পরিষেবা৷
নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে হিংসা রুখতে গত রবিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ স্পর্শকাতর পরিস্থিতি এড়াতে রাজ্যের বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-ক্যানিংয়ে ও উত্তর ২৪ পরগণার বারাসত,বসিরহাটে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয় ৷ বহিরাগতদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির ও অশান্তি ছড়াতে মদত দেওয়ার অভিযোগ ওঠে৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয় নবান্ন৷
advertisement
যদিও ট্রেন বাতিল চলছে আজও৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ৷ আন্দোলন চলছে বাংলাতেও৷ বিশেষ করে হিংসাত্মক আন্দোলনে বিক্ষোভকারীদের টার্গেট রেলই৷ যার নির্যাস, আজ অর্থাত্‍ বৃহস্পতিবারও বাতিল ৩২টি ট্রেন৷ তবে চলবে তিনটি ট্রেন৷
advertisement
আজ থেকে চলবে শতাব্দী এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও দার্জিলিং মেল৷ ট্রেন বাতিলের সঙ্গে বিমান ভাড়াও মাত্রাতিরিক্ত বেশি৷ আজ কলকাতা থেকে বাগডোগরা সর্বোচ্চ ভাড়া ২৫ হাজার টাকা ছুঁয়েছে৷ ফলে বছর শেষের ছুটির মরশুমে চরম দুর্ভোগে পড়েছেন পর্যটকরা৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
হাওড়া ও দক্ষিণ ২৪ পরনগায় ইন্টারনেট পরিষেবা ফেরানোর নির্দেশ দিল নবান্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement