ডিজিটাল টিকিট ব্যবস্থায় জোর শিয়ালদহ ডিভিশনে, UTS Mobile Ticketing অ্যাপের ব্যবহার বাড়ছে

Last Updated:

শিয়ালদহ বিভাগ মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (মোবাইল-অন-ইউটিএস) অ্যাপ প্রচারে নতুন মাত্রা যোগ করেছে, যা দেশের ডিজিটালাইজেশন লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ।

UTS Mobile Ticketing অ্যাপের ব্যবহার বাড়ছে
UTS Mobile Ticketing অ্যাপের ব্যবহার বাড়ছে
আবীর ঘোষাল, কলকাতা: ডিজিটাল টিকিটিংয়ের দিগন্তে শিয়ালদহ – UTS Mobile Ticketing অ্যাপের প্রচারে নতুন জোয়ার। শিয়ালদহ বিভাগ মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (মোবাইল-অন-ইউটিএস) অ্যাপ প্রচারে নতুন মাত্রা যোগ করেছে, যা দেশের ডিজিটালাইজেশন লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ। রাজীব সাক্সেনা, DRM/শিয়ালদহ-এর দিকনির্দেশনা এবং জসরাম মীনা, Sr.DCM/শিয়ালদহ-এর নেতৃত্বে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রচারের অংশ হিসেবে প্রতিটি সেকশনের সেকশনাল ইন্সপেক্টর তাঁদের নিজ নিজ এলাকায় বিশেষ প্রচার কার্যক্রম চালাচ্ছেন, যাতে অ্যাপটির সুবিধা প্রতিটি কোণে পৌঁছে যায়।
এই প্রচার কর্মসূচির মাধ্যমে মোবাইল-অন-ইউটিএস অ্যাপ ব্যবহারের সুবিধাগুলি স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। যাত্রীরা আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলায় পড়ছেন না, বরং নিজেদের মূল্যবান সময় বাঁচাতে পারছেন। যে কোনও জায়গা থেকে, এমনকী নিজের বাড়ি থেকেও টিকিট কেনা এখন সহজ এবং সুবিধাজনক। আপনি চাইলে ফোনে পেপারলেস টিকিট অথবা প্রিন্টেড টিকিট – দুটোই এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং উভয়ই অফিশিয়ালভাবে স্বীকৃত।
advertisement
advertisement
রিচার্জের সময় অ্যাপের R-Wallet-এ ৩% বোনাসও পাওয়া যাচ্ছে, যা অ্যাপটি ব্যবহারে আর্থিক সাশ্রয়ের সুযোগ এনে দিয়েছে।এই প্রচার কর্মসূচি শিয়ালদহ বিভাগের যাত্রীদের সুবিধা বৃদ্ধিতে দৃঢ় প্রতিশ্রুতি ও ভারতের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরেছে। জনসাধারণের প্রতিক্রিয়াও অত্যন্ত ইতিবাচক, যা ডিজিটাল পদ্ধতির দিকে সুস্পষ্ট ঝোঁককে নির্দেশ করে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, গত ১৫ দিনে প্রায় ৭৫,০০০ যাত্রী মোবাইল-অন-ইউটিএস অ্যাপ ডাউনলোড করেছেন। এর ফলে, শুধুমাত্র মোবাইল-অন-ইউটিএস অ্যাপ ব্যবহার করে ৪১,৫৯,৫২৮ জন যাত্রী ₹২,২৭,৮৬,৬৮৫ মূল্যের টিকিট কেটেছেন, যা একটি উল্লেখযোগ্য সাফল্য।
advertisement
রাজীব সাক্সেনা, DRM/শিয়ালদহ, সকল যাত্রীদের মোবাইল-অন-ইউটিএস অ্যাপে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এটি কেবল সুবিধার কথা নয়, বরং সময় ও অর্থ সাশ্রয়ের এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। এই উদ্যোগ যেমন টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করেছে, তেমনি একটি ডিজিটালি দক্ষ ভারতের স্বপ্ন পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিজিটাল টিকিট ব্যবস্থায় জোর শিয়ালদহ ডিভিশনে, UTS Mobile Ticketing অ্যাপের ব্যবহার বাড়ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement