Indian Railways: লাখ-লাখ যাত্রীর জন্য বিরাট খবর দিল রেল, এ খবর মিস করলে ক্ষতি আপনার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: উৎসবের সময় যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি একমুখী স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কলকাতা: উৎসবের সময় যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি একমুখী স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উৎসব স্পেশ্যাল ট্রেনগুলি উধনা জং রেলওয়ে স্টেশনকে নিউ জলপাইগুড়ি ও কাটিহার রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযুক্ত করতে চালানো হবে।
সেই অনুযায়ী, ০৯০১৫নং. (উধনা-নিউ জলপাইগুড়ি) স্পেশ্যাল ট্রেনটি ১৭ নভেম্বর, ২০২৩ তারিখের ১৪.০০ ঘণ্টায় উধনা থেকে রওনা দিয়ে ১৯ নভেম্বর, ২০২৩ তারিখের ০৮.৩০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০৯০১৯ (উধনা-কাটিহার) ১৬ নভেম্বর, ২০২৩ তারিখের ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে ১৭ নভেম্বর, ২০২৩ তারিখের ২৩.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। স্পেশ্যাল ট্রেন দুটি ভুসাবল, জবলপুর, সাতনা, সোনপুর জং, হাজিপুর, খাগারিয়া জং, কাটিহার হয়ে চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে ট্রেন দুটি স্লিপার ও জেনারেল সিটিং কোচ দ্বারা গঠিত অসংরক্ষিত হিসেবে চলবে।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ খাবার কী জানেন? রিপোর্টে দাবি, সেটি রয়েছে প্রত্যেক ভারতীয়ের রান্নাঘরে
১৫ নভেম্বর, ২০২৩ তারিখে অন্য আরেকটি স্পেশ্যাল ট্রেন ০৯১৩৫ উধনা থেকে বিহারগামী যাত্রী সহ কাটিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই উৎসব স্পেশ্যাল ট্রেনগুলির বিশদ বিবরণ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
advertisement
advertisement
অন্যদিকে, ছটপুজোয় ট্রেনগুলিতে ভিড় বাড়ায় ফের হাওড়া-পাটনা ও হাওড়া-গয়ার মাঝে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। পাশাপাশি পানীয় জল, শৌচালয়, খাবারের যেন কোনওরকম অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছে রেল। একক ভাবে যাত্রা করা মহিলা, বয়স্ক ও শিশুদের উপর নজর রাখার সঙ্গে অপরাধী এড়িয়ে চলার জন্য যাত্রীদের সতর্ক করে চলেছে আরপিএফের বিশেষ প্রচার শাখা। পাশাপাশি অ্যাড্রেস সিস্টেমে যাতে স্পষ্টভাবে ঘোষণা হয় সেদিকে লক্ষ্য রখার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 9:55 AM IST