Indian Railways: শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল! একাধিক ট্রেনের রুট পরিবর্তন! তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন লিস্ট

Last Updated:

Indian Railways: রাজ্যজুড়ে একাধিক ট্রেন বাতিল। ঘুরছে পথ। রেলের কাজ চলাতেই উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন পরিষেবার বাতিল করা হল।

শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল
শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল
কলকাতা: চলছে রেলের কাজ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন পরিষেবার বাতিল করা হল। রেলসূত্রে জানা যাচ্ছে, কাটিহার ডিভিশনের অন্তর্গত মঙ্গুরজান, তিন মাইল হাট ও ডামডাঙ্গি স্টেশনে অটোমেটিক ব্লক সিগনালিং চালু করার জন্য ১ জুলাই থেকে ৩ জুলাই, ২০২৩ পর্যন্ত তিনদিনের প্রি নন-ইন্টারলকিং এবং ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে দুইদিনের নন-ইন্টারলকিং কাজ চলছে। এরই কারণে কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে। দেখে নিন তালিকা।
ট্রেন নং. ১৫৭০৯/১৫৭১০ (মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন) এক্সপ্রেস ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে বাতিল থাকবে।
advertisement
কোন কোন ট্রেনের পথ পরিবর্তন হবে?
ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল) অরুণাচল এসি এসএফ এক্সপ্রেস ট্রেনটি নিজের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ৪ জুলাই, ২০২৩ পর্যন্ত নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
advertisement
ট্রেন নং. ১২৩৬৪ (হলদিবাড়ি-কলকাতা) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি নিজের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ৫ জুলাই, ২০২৩ পর্যন্ত নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
advertisement
ট্রেন নং. ১৩১৭৬ (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি ৩ জুলাই, ২০২৩ তারিখে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ও ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এসএফ এক্সপ্রেস ট্রেনটি ৪ জুলাই, ২০২৩ তারিখে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জং., ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
advertisement
ট্রেন নং. ১২৪০৭ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি ৫ জুলাই, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে অমৃতসর জং. রেলওয়ে স্টেশনে পৌঁছনোর জন্য নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জং., ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে চলাচল করবে।
advertisement
ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ আসাম এক্সপ্রেস ট্রেনটি ২ জুলাই, ২০২৩ তারিখে লালগড় রেলওয়ে স্টেশন থেকে রওনা হওয়া নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনর জন্য আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি জং., ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে।
ট্রেন নং. ১২৫০৬ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস, ট্রেন নং. ১২৩৭৭ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) পদাতিক এক্সপ্রেস, ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস, ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, ট্রেন নং. ১২৪২৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৬৩৯ (পুরী-কামাখ্যা) এক্সপ্রেস ৪ জুলাই, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে নিজেদের সংশ্লিষ্ট গন্তব্যস্থলগুলিতে পৌঁছনোর জন্য আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি জং., ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: শিয়ালদহ-কলকাতা থেকে বহু ট্রেন বাতিল! একাধিক ট্রেনের রুট পরিবর্তন! তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন লিস্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement