Indian Railways: জোরদার তল্লাশি RPF-এর, হাওড়া ও শিয়ালদহ থেকে গ্রেফতার ৪ দুষ্কৃতী, উদ্ধার একাধিক দামি মোবাইল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, ইস্টার্ন রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) তাদের বিশেষ উদ্যোগ 'মিশন যাত্রী সুরক্ষা'-র অধীনে শিয়ালদহ এবং হাওড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের জিনিসপত্র চুরির (টিওপিবি) সঙ্গে জড়িত চার অপরাধীকে সফলভাবে গ্রেফতার করেছে
কলকাতা: যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, ইস্টার্ন রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) তাদের বিশেষ উদ্যোগ ‘মিশন যাত্রী সুরক্ষা’-র অধীনে শিয়ালদহ এবং হাওড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের জিনিসপত্র চুরির (টিওপিবি) সঙ্গে জড়িত চার অপরাধীকে সফলভাবে গ্রেফতার করেছে।
শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের আরপিএফ কর্মীরা স্টেশনে লক্ষ্যভিত্তিক নজরদারি এবং প্রতিরোধমূলক তল্লাশির সময় ৪জন দীর্ঘদিন ধরে নজরে থাকা অপরাধীকে গ্রেফতার করে এবং আনুমানিক ১,১৬,০০০ টাকা মূল্যের চারটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে।
ধৃত চারজনের মধ্যে দু’জন অপরাধীকে চারটি বাজেয়াপ্ত মোবাইল ফোন-সহ জিআরপিএস/শিয়ালদহের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দু’জন অপরাধীকে জিআরপিএস/হাওড়ার কাছে হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী যাত্রীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং রেল চত্বর জুড়ে অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নজরদারি ও প্রয়োগমূলক ব্যবস্থা জোরদার করে চলেছে।
advertisement
advertisement
রেলপথে দুষ্কৃতী ধরতে জোর তল্লাশি চলছে, বিশেষত দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনে একের পর এক ছিনতাই ও লুঠপাটের ঘটনায় রেল পুলিশ ও RPF সাদা পোশাকে নজরদারি বাড়ানো, দুষ্কৃতীদের তালিকা ধরে তল্লাশি এবং নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে ধৌলি এক্সপ্রেস ও দার্জিলিং মেলের মতো ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে
advertisement
সাদা পোশাকে নজরদারি: RPF ও GRP সাদা পোশাকে নজরদারি বাড়াচ্ছে।
তালিকা ধরে তল্লাশি: দুষ্কৃতীদের একটি তালিকা তৈরি করে তাদের ধরতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।
সাম্প্রতিককালে ট্রেনে যাত্রী সুরক্ষা বিঘ্নিত হওয়ায় এবং একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটায় রেল কর্তৃপক্ষ ও প্রশাসন তৎপর হয়েছে। বিশেষত, ভোরের দিকে নজরদারি শিথিল থাকার সুযোগে দুষ্কৃতীরা সক্রিয় হচ্ছে বলে মনে করা হচ্ছে, তাই সেই সময়টায় বিশেষ নজর রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 9:31 AM IST








