Indian Railway: রোজ ২৫ মিনিট করে লেট লোকাল ট্রেন, তারই মাঝে এক্সপ্রেস বাড়ানো নিয়ে প্রচার, উঠছে প্রশ্ন

Last Updated:

Indian Railway: শীত, গ্রীষ্ম, পূজা ও অন্যান্য উৎসবে সপরিবার ভ্রমণের জন্য বাঙালি এখন অনেক নিশ্চিন্ত, কারণ প্রচুর ট্রেন এখন বাঙালি এই এক বছরে পেয়ে গিয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: বছরভর পশ্চিমবঙ্গবাসীর জন্য নতুন ট্রেন। সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গবাসীর জন্য রেলমন্ত্রী অতিরিক্ত নজর দিয়েছেন৷ উল্লেখযোগ্য হল বন্দেভারত এক্সপ্রেস ও দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস৷ ২০২৩ বছরের প্রথম দিনেই বাঙালির ভ্রমণের সুবিধা করে দেওয়ার জন্য হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু করেন৷ আরও অতিরিক্ত ৪টি বন্দেভারত ট্রেন বিভিন্ন রুটে রেলমন্ত্রী উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীকে৷ ফলস্বরূপ, নতুন ট্রেনের মাধ্যমে বার্থের সংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে ৷
এছাড়া ৪০টি ট্রেনের নতুন ১৯টি স্টপেজ যাত্রীসাধারণের সুবিধার কথা ভেবে বাড়িয়ে দেওয়া হয়েছে৷ যেমন অভয়পুর, শিকারীপাড়া, মুরারই, বরাকর, দুবরাজপুর, রামপুর হল্ট এবং বিদ্যাসাগর ইত্যাদি৷ এছাড়াও ৪ জোড়া নতুন মেল/এক্সপ্রেস ট্রেন, আগরতলা – ২০৫০১/২০৫০২ আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস, ১৩৪৩৪/১৩৪৩৩ মালদা টাউন – এসএনভিটি ব্যাঙ্গালুরু সাপ্তাহিক অমৃতভারত এক্সপ্রেস, ১৩১৮৯/১৩১৯০ শিয়ালদাহ – বালুরঘাট এক্সপ্রেস (প্রতিদিন) এবং ১৩৩৩৩/১৩৩৩৪ দুমকা – পাটনা এক্সপ্রেস (প্রতিদিন) যাত্রীসাধারণের কথা ভেবে চালু করা হয়েছে৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গবাসীর উৎসবের কথা মাথায় রেখে দোল উৎসব, ছট্ পূজা, দুর্গা পূজা, দীপাবলী এবং গ্রীষ্ম ও শীতকালীন ছুটিতে প্রচুর মেল/এক্সপ্রেস এবং স্পেশ্যাল ট্রেন চালানো হয়েছে৷ ইদানিংকালে এটি একটি অনন্য নজির সৃষ্টি করেছে৷ তাই শীত, গ্রীষ্ম, পূজা ও অন্যান্য উৎসবে সপরিবার ভ্রমণের জন্য বাঙালি এখন অনেক নিশ্চিন্ত, কারণ প্রচুর ট্রেন এখন বাঙালি এই এক বছরে পেয়ে গিয়েছে৷ এমনকি চিকিৎসার জন্য যদি দক্ষিণ ভারতে যেতেও হয় তার জন্য অমৃত ভারত ট্রেনও আছে৷
advertisement
যদিও ভারতীয় রেল মেল, এক্সপ্রেস বা বন্দেভারত এক্সপ্রেস নিয়ে যতটা উৎসাহ দেখাচ্ছে। লোকাল ট্রেন চলাচল ততটাই খারাপ জায়গায় গিয়েছে বলে দাবি নিত্যযাত্রীদের৷ বিশেষ করে হাওড়া, শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন প্রতিদিন গড়ে অন্তত ২০ থেকে ২৫ মিনিট দেরিতে চলছে। এই অবস্থায় মেল, এক্সপ্রেস ট্রেন চলাচল নিয়ে যে প্রচার চলছে তাতে অনেকেই প্রশ্ন তুলছেন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railway: রোজ ২৫ মিনিট করে লেট লোকাল ট্রেন, তারই মাঝে এক্সপ্রেস বাড়ানো নিয়ে প্রচার, উঠছে প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement