Indian Railways: চালু হল 'ইউনিক ব্যাজ', নকল টিটিই সেজে প্রতারণা করার দিন শেষ

Last Updated:

ইউনিক ব্যাজে দেওয়া আছে কিউআর কোড যা স্ক্যান করলেই টিকিট পরীক্ষকের সম্পর্কে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে৷ পাশাপাশি একটা বিশেষ সিগনেচার দেওয়া আছে এই ব্যাজে যা দেখে আসল, নকল বোঝা যায়

* ব্যাজ দেখে যায় চেনা
* ব্যাজ দেখে যায় চেনা
কলকাতা: শিয়ালদহ বিভাগের ‘ইউনিক ব্যাজ’ এর উদ্যোগে টিকিট চেকিং ব্যবস্থায় স্বচ্ছতা, জাল টিটিই রোধে নতুন ব্যবস্থা। শিয়ালদহ বিভাগ, পূর্ব রেলওয়ে টিকিট চেকিং স্টাফদের জন্য ‘ইউনিক আইডেন্টিফিকেশন ব্যাজ’ চালু করার পর জাল ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) প্রতারণা রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই উদ্ভাবনী পদক্ষেপ প্রকৃত রেল কর্মীদের পরিচয় নিশ্চিত করতে এবং ভুয়ো টিটিই সনাক্ত করতে অত্যন্ত কার্যকর। গত কয়েক দিনে জালিয়াতি সংক্রান্ত ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী জশরাম মীনা, ডিআরএম শিয়ালদহ শ্রী রাজীব সাক্সেনার নির্দেশনায় এই উদ্যোগটি শুরু করেছেন। এই উদ্যোগ অনুযায়ী সকল কর্তব্যরত টিটিই-দের বিশেষ নকশার একটি ব্যাজ পরা বাধ্যতামূলক, যা তাঁদের পরিচয় যাচাই করার স্পষ্ট ও নির্ভরযোগ্য উপায়। এই ইউনিক ব্যাজ ব্যবস্থা যাত্রী এবং অন্যান্য রেল কর্মীদের খুব সহজে প্রকৃত টিটিই-দের সনাক্ত করতে সক্ষম করে, ফলে টিটিই সেজে প্রতারণা ও টাকা আদায়ের চেষ্টা করা অসাধু ব্যক্তিদের প্রতিহত করা সম্ভব হচ্ছে।
advertisement
এই প্রো-অ্যাকটিভ পদক্ষেপ ইতিমধ্যেই সুস্পষ্ট ফল দিয়েছে। সম্প্রতি একাধিক ঘটনায় ব্যাজ না থাকার কারণে সন্দেহ তৈরি হওয়ায় সতর্ক যাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় বেশ কয়েকজন ভুয়ো টিটিই-কে গ্রেফতার করা হয়েছে। এই ইউনিক ব্যাজে দেওয়া আছে কিউআর কোড যা স্ক্যান করলেই টিকিট পরীক্ষকের সম্পর্কে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে৷ পাশাপাশি একটা বিশেষ সিগনেচার দেওয়া আছে এই ব্যাজে যা দেখে আসল, নকল বোঝা যায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: চালু হল 'ইউনিক ব্যাজ', নকল টিটিই সেজে প্রতারণা করার দিন শেষ
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement