Indian Railways: শিয়ালদহ ও কলকাতা স্টেশনে সিনেমার শ্যুটিঙের হিড়িক! লাইট-ক্যামেরা-অ্যাকশনে লক্ষ্মীলাভ রেলের

Last Updated:

Indian Railways: কলকাতা, হাওড়া, শিয়ালদহ, আসানসোল শ্যুটিং তালিকায় এগিয়ে৷ 

শ্যুটিংয়ের জন্য স্টেশন ভাড়া দিয়ে বিপুল লাভ হয়েছে রেলের
শ্যুটিংয়ের জন্য স্টেশন ভাড়া দিয়ে বিপুল লাভ হয়েছে রেলের
কলকাতা : শিয়ালদহ ও কলকাতা স্টেশনকে দেখিয়েই লক্ষ্মীলাভ রেলের।পিছিয়ে থাকলেও, বিরূপ নয় হাওড়া-আসানসোল।শ্যুটিংয়ের জন্য স্টেশন ভাড়া দিয়ে বিপুল লাভ হয়েছে রেলের। নন ফেয়ার রেভিনিউ বাড়াতে শ্যুটিংয়ে জোর রেলের। সহজেই শ্যুটিংয়ের জন্য স্টেশন পেতে চালু হচ্ছে অন লাইন পোর্টাল। ২০২০-২১ অর্থবর্ষে পূর্ব রেল শ্যুটিং থেকে পেয়েছিল  ৭ লাখ ৭৪ হাজার টাকা। ২০২১-২২ অর্থবর্ষে পূর্ব রেল শ্যুটিং থেকে পেয়েছিল – ১৪ লাখ ৪৮ হাজার টাকা।২০২২-২৩ অর্থবর্ষে পূর্ব রেল শ্যুটিং থেকে পেয়েছে (ডিসেম্বর পর্যন্ত) ১৮ লাখ টাকা।
শ্যুটিং করার জন্য প্রযোজকদের প্রথম পছন্দ শিয়ালদহ স্টেশন। সম্প্রতি চাকদহ এক্সপ্রেসের শ্যুটিং করলেন অনুষ্কা শর্মা। এর পরের পছন্দ কলকাতা স্টেশন। এর পরের পছন্দের তালিকায় আছে হাওড়া ও আসানসোল স্টেশন। সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের জন্য ভাড়া নেওয়া হচ্ছে স্টেশন বিল্ডিং। আপাতত যাত্রী সংখ্যা ও গুরুত্ব নিরিখে স্টেশন তিন প্রকার। X,Y,Z স্টেশন। X স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি ২ লাখ টাকা। Y স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি দেড় লাখ টাকা। Z স্টেশনে শ্যুটিং করতে হলে লাইসেন্স ফি এক লাখ টাকা।
advertisement
স্টেশনের পাশাপাশি সাধারণ রোলিং স্টক নিলে দিতে হবে ৪ লাখ ৭৪ হাজার টাকা। রোলিং স্টকে স্পেশালাইজেশন চাইলে দিতে হবে সাড়ে ৭ লাখ টাকা। রোলিং স্টক ও স্টেশন সহ নিতে হলে দিতে হবে ১৫ লাখ টাকা।এছাড়া বিমা করা থাকে রেলের। প্রযোজক সংস্থাই করে।রোলিং স্টকে ১০ কোটি। স্টেশনের জন্য ২ কোটি।
advertisement
advertisement
যত ব্যক্তি শ্যুটিংয়ে থাকবেন তাদের মাথাপিছু ১ লাখ টাকা করে ধার্য। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন শুধু টলিউড বা বলিউড নয়৷ দক্ষিণের একাধিক প্রযোজক সংস্থা ও ওটিটি প্ল্যাটফর্ম প্রযোজনা সংস্থার তরফে আগ্রহ দেখানো হচ্ছে৷ আগামিদিনে স্টেশন ও রেলকেন্দ্রিক বিকল্প উপার্জনে রেল লাভ করবে বলে আশাবাদী মন্ত্রক। এর পাশাপাশি যে সকল মেট্রো স্টেশন আছে। সেখানেও শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়ার সংখ্যা বাড়ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: শিয়ালদহ ও কলকাতা স্টেশনে সিনেমার শ্যুটিঙের হিড়িক! লাইট-ক্যামেরা-অ্যাকশনে লক্ষ্মীলাভ রেলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement