Indian Railways: বড় খবর! আগামীকাল থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় বদল

Last Updated:

Indian Railways: ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১লা নভেম্বর, ২০২৪ থেকে শুরু হওয়া যাত্রার জন্য অগ্রিম সংরক্ষণের সময়সীমা (এ.আর.পি.) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শিয়ালদহঃ মনে আছে তো কাল ১ লা নভেম্বর, আর কাল থেকেই অগ্রিম রিজারভেশন ৬০ দিন পর্যন্ত, ১২০ দিন আর নয়। ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১লা নভেম্বর, ২০২৪ থেকে শুরু হওয়া যাত্রার জন্য অগ্রিম সংরক্ষণের সময়সীমা (এ.আর.পি.) ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল প্রকৃত ভ্রমণের চাহিদাকে উৎসাহিত করা এবং সকল যাত্রীদের জন্য টিকিটের প্রাপ্যতা বৃদ্ধি করা।
আরও পড়ুনঃ নৈহাটিতে বড়মার পুজো দেবেন? সঠিক সময়সূচি-অঞ্জলির নির্ঘণ্ট আগেই জেনে রাখুন
সম্প্রতি, পরিসংখ্যান অনুসারে, ৬০ দিনের বেশি সময়ের জন্য বুকিং করা রিজারভেশন টিকেটের প্রায় ২১% বাতিল হয়েছে, এবং আরও ৫% যাত্রী যাত্রা না করেও টিকিট বাতিল করেননি। এই “অনুপস্থিতি” প্রবণতার পরিপ্রেক্ষিতে রেল বোর্ড এই নতুন নিয়ম প্রয়োগ করেছে, যা ভ্রমণ মরশুমে বিশেষ ট্রেন পরিচালনার জন্য আরও ভাল পরিকল্পনা করতে সহায়ক হবে।
advertisement
নতুন ৬০ দিনের অগ্রিম রিজারভেশন বুকিং নিয়মটি নিম্নলিখিত সুবিধাসমূহ প্রদান করবে:
advertisement
টিকিট প্রাপ্যতা বৃদ্ধি: বাতিল ও অনুপস্থিতির সংখ্যা কমানো হবে, যা প্রকৃত যাত্রীদের জন্য আরও বেশি টিকিট প্রাপ্য করবে।ভ্রমণ পরিকল্পনার উন্নতি: ছোট বুকিং উইন্ডো থাকার ফলে যাত্রীরা সুনির্দিষ্ট সময়ে তাদের ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন।টিকিট সংরক্ষণ: ৬০ দিনের বুকিং সময়সীমা টিকিট সংরক্ষণ করবে, যা সকলের জন্য সমান পরিষেবার সুযোগ নিশ্চিত করবে।
advertisement
৩১শে অক্টোবর, ২০২৪-এর পূর্বে ১২০ দিনের অগ্রিম রিজারভেশন অনুসারে সমস্ত বিদ্যমান বুকিং বৈধ থাকবে। বিদেশী পর্যটকদের জন্য ৩৬৫ দিনের রিজারভেশন অপরিবর্তিত থাকবে। সর্বশেষ অগ্রিম বুকিং রিসেরভেশন পর্যালোচনা করা হয়েছিল জানুয়ারি ২০১৫ সালে, যখন এটি ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল।
পূর্ব রেলওয়ে সকল যাত্রীদের এই পরিবর্তনের বিষয়ে অবগত থাকার এবং নতুন রিজারভেশনের নিয়মের আওতায় অর্থাৎ সবোর্চ্চ ৬০ দিনের মধ্যে যথাসময়ে বুকিং করতে অনুরোধ জানাচ্ছে, যাতে ভ্রমণ পরিকল্পনা আরও সুশৃঙ্খল হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: বড় খবর! আগামীকাল থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় বদল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement