Indian Railways: পশ্চিমবঙ্গের বহু স্টেশনের হাল বদলে যেতে চলেছে! কোন কোন স্টেশন, নাম শুনলে চমকে যাবেন

Last Updated:

Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে অমৃত স্টেশন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।

চলছে কাজ
চলছে কাজ
শিলিগুড়ি: অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) তার অধিক্ষেত্রের মধ্যে ৯১টি স্টেশনের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে। যাত্রীদের অভিজ্ঞতা রূপান্তর করার জন্য ভারতীয় রেলওয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে, পুর্নবিকশিত প্রকল্পের অধীনে নির্দিষ্ট তালিকাভুক্ত স্টেশনগুলির পরিকাঠামো ও সুযোগসুবিধা উন্নয়ন করার লক্ষ্যে, রেলওয়ে যাত্রীদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে।
অমৃত ভারত স্টেশন স্কিমটি স্টেশন বিল্ডিং আধুনিকীকরণ, প্রবেশ-প্রস্থান ব্যবস্থার উন্নয়ন করার মাধ্যমে এবং অত্যাধুনিক সুবিধা প্রদানের দ্বারা সামগ্রিক যাত্রী অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য এবিএসএস-এর অধীনে ৯১টি স্টেশনের মধ্যে কামাখ্যা, রঙিয়া, রাঙাপাড়া নর্থ, ধুবড়ি, লামডিং, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, ডিফু, বারসোই, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ আলিপুরদুয়ার, রংপো, আগরতলা, উদয়পুর, মেন্দিপাথার, ডিমাপুর, নাহরলগুন ইত্যাদি সহ আরও কয়েকটি স্টেশনের রূপান্তরের কাজ তীব্রগতিতে চালানো হচ্ছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকাঠামোর কাজে উচ্চ গুণগত মান লাভ করা যায়।
advertisement
নিউ মাল জংশন, কোকরাঝাড়, ফকিরাগ্রাম, হাসিমারা, ধুবড়ি, গোসাইগাঁও হাট, গৌরীপুর, ধুপগুড়ী, দিনহাটা, দলগাঁও, বিন্নাগুড়ি, জলপাইগুড়ি রোড, কামাখ্যাগুড়ি, লংকা, হোজাই, চাপরমুখ ইত্যাদির মতো কয়েকটি স্টেশনে চলমান কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সহজ যোগাযোগ ও যাতায়াতের জন্য এফওবি নির্মাণ, স্টেশনের সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন, দুই ও চার চাকার বাহনের জন্য প্যাসেঞ্জার পার্কিং শেডের অতিরিক্ত কভার, সাধারণ ও দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য আধুনিক শৌচালয়, শপ কমপ্লেক্স, উন্নত ওয়েটিং এরিয়া, আধুনিক টিকিট বুকিং ব্যবস্থা ইত্যাদির সাথে পর্যাপ্ত স্থানের ব্যবস্থা।
advertisement
advertisement
প্রকৃতপক্ষে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত ৯১টি স্টেশনে সুরক্ষিত পরিবেশ প্রদানের জন্য সিসিটিভি ক্যামেরা, উন্নত আলোর ব্যবস্থা এবং উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন সহ অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি এই ধরনের সুবিধা প্রদান করা হবে। এমনকি অ্যানার্জি-এফিসিয়েন্ট লাইটিং, বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা এবং পরিবেশ অনুকূল সামগ্রী ব্যবহারের সঙ্গে স্থিরতা হবে এর প্রধান লক্ষ্য।
advertisement
রেলওয়ে যাত্রীদের স্বাগত জানাতে তথা সুস্থ পরিবেশ তৈরি করতে অঞ্চলের ঐতিহ্যকে প্রতিফলিত করা সৌন্দর্যপূর্ণ স্থানীয় শিল্প ও সংস্কৃতির সাথে স্টেশনের উন্নত সম্মুখ অংশের পাশাপাশি উন্নত পার্কিং ব্যবস্থা করা হবে।অমৃত ভারত স্টেশন স্কিম হল নতুন ভারতের আকাঙ্খা পূরণ করা আধুনিক ও দক্ষ রেলওয়ে নেটওয়ার্কের দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার ক্ষেত্রে এক পরিবর্তনশীল পদক্ষেপ। সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে  এই পুর্নিবিকাশ প্রকল্পগুলি সুরক্ষিত, দক্ষ ও নির্ভরযোগ্য রেল পরিষেবা প্রদানের উৎকৃষ্টতায় যাতে এক নতুন মানদণ্ড স্থাপন করতে পারে তারই একনিষ্ঠ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পশ্চিমবঙ্গের বহু স্টেশনের হাল বদলে যেতে চলেছে! কোন কোন স্টেশন, নাম শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement