Indian Railway: দু‘দিন বন্ধ বন্দেভারত, অসন্তোষ যাত্রীদের! অবশেষে নতুন ট্রেন সেট দিল রেল

Last Updated:

Indian Railway: গত রবিবার বন্দেভারত এক্সপ্রেসের এক কামরার চাকায় সমস্যা ধরা পড়ে৷ সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি৷ যার জেরে মঙ্গলবার সকালেও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে পারল না বন্দে ভারত রেক।

কলকাতাঃ সোমবারের পর আজ মঙ্গলবারও বন্দেভারত রেকে যাত্রার সুযোগ পেলেন না হাওড়া ও শিলিগুড়ির যাত্রীরা৷ গত রবিবার বন্দেভারত এক্সপ্রেসের এক কামরার চাকায় সমস্যা ধরা পড়ে৷ সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। যার জেরে মঙ্গলবার সকালেও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে পারল না বন্দে ভারত রেক। হাওড়া ডিভিশনের ঝিল সাইড কারশেডে আপাতত চলছে রেক পরীক্ষার কাজ৷ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির ইঞ্জিনিয়াররা রেক পরীক্ষা করছেন। অবশেষে পূর্ব রেলকে একটা অতিরিক্ত ট্রেন সেট দিল রেল।
পরপর দুদিন বন্দে ভারতের রেক বাতিল হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এত দাম দিয়ে টিকিট কাটার পর এহেন সমস্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন সকলেই। এর আগেও একাধিকবার যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে বন্দেভারতে। চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীদের। গতকাল ১৬ অক্টোবর সোমবারের পর, আজ ফের ১৭ অক্টোবর মঙ্গলবার, যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চালানো সম্ভব হচ্ছে না। সোমবার হয়েছে  আজও সেই রেকের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তাই যুব এক্সপ্রেসের রেক চালানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের।
advertisement
advertisement
আপ এবং ডাউন দুই অভিমুখেই প্যান্ট্রি কার থাকবে বলে জানিয়েছে রেল। অর্থাৎ যাত্রীদের খাবার পেতে কোনও অসুবিধা হবে না। এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে বোলপুর-শান্তিনিকেতন এবং মালদহ স্টেশনে তা স্টপেজ দেবে।বন্দে ভারত এক্সপ্রেসের রেকগুলি বিশেষভাবে তৈরি করেছে ভারতীয় রেল। উচ্চ গতিসম্পন্ন এই এক্সপ্রেস ট্রেনের রেকগুলিও অত্যাধুনিক সুবিধাযুক্ত। তা অনেক বেশি আরামদায়কও। এর জন্য ভাড়াও অন্যান্য এক্সপ্রেসের তুলনায় বেশি। গতকালের মতো তাই আজও মঙ্গলবার যে সব যাত্রীকে যুব এক্সপ্রেসের রেকে যাত্রা করতে হবে, তাদের কিছু টাকা ফেরতও দেবে রেল।তবে এর আগে রেলের তরফে ঘোষণা করা হয়েছিল যে পূর্ব রেল বন্দেভারত এক্সপ্রেসের একটা অতিরিক্ত রেক পাবে। সেই রেক চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে রওনা হয়ে গিয়েছিল। তবে আজও সেই রেক পায়নি হাওড়া ডিভিশন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railway: দু‘দিন বন্ধ বন্দেভারত, অসন্তোষ যাত্রীদের! অবশেষে নতুন ট্রেন সেট দিল রেল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement