Summer Special Train: গরমের ছুটিতে পাহাড়ে যাবেন? কনফার্ম টিকিট পাবেন সহজেই! বিরাট সুখবর দিল রেল

Last Updated:

Summer Special Train: ২২টি কোচ নিয়ে গঠিত এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকে যাত্রার সময় ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ জং, মালদা টাউন, কিষানগঞ্জ হয়ে চলাচল করবে। দেখে নিন আপনার স্টপেজ আছে কিনা? 

গরমের ছুটিতে পাহাড়ে যাবেন? কনফার্ম টিকিট পাবেন সহজেই! বিরাট সুখবর দিল রেল
গরমের ছুটিতে পাহাড়ে যাবেন? কনফার্ম টিকিট পাবেন সহজেই! বিরাট সুখবর দিল রেল
কলকাতা: গ্রীষ্মের সময় যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামলাতে ১৭ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত হাওড়া-নিউ জলপাইগুড়ি ও হাপা-নাহরলগুনের মধ্যে উভয় দিক থেকে এগারোটি করে ট্রিপের জন্য দুই জোড়া সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী, স্পেশ্যালট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) ১৭ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩.৫৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.৪৫ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে।
ফেরত যাত্রার সময় স্পেশ্যাল ট্রেন ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) ১৮ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০০.১০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে। ২২টি কোচ নিয়ে গঠিত এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকে যাত্রার সময় ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, আজিমগঞ্জ জং, মালদা টাউন, কিষানগঞ্জ হয়ে চলাচল করবে।
advertisement
advertisement
অন্য আরেকটি সামার স্পেশ্যাল ট্রেন নং. ০৯৫২৫ (হাপা-নাহরলগুন) ১৭ এপ্রিল থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার হাপা থেকে ০০.৪০ ঘণ্টায় রওনা দিয়ে শুক্রবার ১৬.০০ ঘণ্টায় নাহরলগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশ্যাল ট্রেন নং. ০৯৫২৬ (নাহরলগুন-হাপা) ২০ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার নাহরলগুন থেকে ১০.০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০০.৩০ ঘণ্টায় হাপা পৌঁছবে। ২২টি কোচ নিয়ে গঠিত এই স্পেশ্যাল ট্রেনটি উভয় দিক থেকে যাত্রার সময় রাজকোট, আহমেদাবাদ, রতলাম, উজ্জ্বয়ন, রুথিয়াই জং., গোয়ালিয়ড়, প্রয়াগরাজ জং., বারাণসী, ছাপরা জং., হাজিপুর জং., বারাউনী জং., কাটিহার জং., নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙাইগাঁও, রঙিয়া, রাঙাপাড়া নর্থ হয়ে চলাচল করবে।
advertisement
এই রুটগুলিতে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনগুলির সুযোগ নিতে পারবেন। এই স্পেশ্যাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Summer Special Train: গরমের ছুটিতে পাহাড়ে যাবেন? কনফার্ম টিকিট পাবেন সহজেই! বিরাট সুখবর দিল রেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement