গ্রাম পঞ্চায়েতে নজরকাড়া ফল নির্দলদের

Last Updated:
#কলকাতা: পঞ্চায়েতে উল্লেখযোগ্যভাবে ভাল করেছে নির্দলেরা ৷ গণনার দিন সকাল থেকেই তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্পষ্ট হয়েছিল ‘নির্দল’। প্রধান বিরোধী হিসাবে বিজেপি এগোলেও তার পিছনেই বহু জায়গায় ছিলেন এই প্রার্থীরা। দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলি ও হাওড়ায় এই সমস্যা ছিল। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের পর তা কিছু কমে যায়। কিন্তু তাতেও শেষ পর্যন্ত বিজয়ী নির্দলের সংখ্যা উদ্বেগজনক রয়ে গিয়েছে শাসকের কাছে।
গ্রাম পঞ্চায়েতে মোট ১ হাজার ৭০০ নির্দল প্রার্থী জিতেছেন। তার মধ্যে সব থেকে বেশি দক্ষিণ ২৪ পরগনায়। এখানে বিজয়ী নির্দলের সংখ্যা প্রায় ২০০। পূর্ব মেদিনীপুরে প্রায় ১৫০। পূর্ব বর্ধমানে বিজেপি ও বামেদের হারিয়ে প্রধান বিরোধী হিসেবে উঠেছে নির্দলেরাই। পশ্চিম মেদিনীপুরে দু’টি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছেন এই নির্দলরাই। নজরকাড়া ফলও করেছেন অনেকে। জেলা পরিষদে জায়গা না পেলেও গ্রাম পঞ্চায়েতে বিজয়ী নির্দলের সংখ্যা ভালই। একশোর বেশি নির্দল প্রার্থী জিতেছেন মালদহ ও নদিয়ায়।
advertisement
পশ্চিম মেদিনীপুরেও নির্দলদের জয় গুরুত্বপূর্ণ। দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া গ্রাম পঞ্চায়েতে নির্দলদের জয় তো বিশেষ গুরুত্বপূর্ণ। এই গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৪টিতে জিতেছেন তাঁরা। পঞ্চায়েত সমিতি তাঁদের হাতেই। ডেবরার ভবানীপুরেও একটি গ্রাম পঞ্চায়েতে নির্দলেরাই সংখ্যাগরিষ্ঠ। এখানেও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হেরেছেন নির্দলের কাছে। কেশপুরে ৭টি আসনে জিতেছেন নির্দলেরা। তার মধ্যে চারটি পঞ্চায়েত সমিতির আসন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, তৃণমূলের টিকিট না পেয়েই নির্দল প্রার্থী হয়ে ভোটের ময়দানে নেমেছেন তাঁরা ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্রাম পঞ্চায়েতে নজরকাড়া ফল নির্দলদের
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement