BIG BREAKING! খারিজ হয়ে গেল রাজ্যসভার নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
এর ফলে বাম কংগ্রেসের মিলিত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের জয় এককথায় নিশ্চিত
#কলকাতা: টালমাটাল পরিস্থিতির পর বাতিল হয়ে গেল নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন। এর ফলে রাজ্যসভায় বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের জয় প্রায় নিশ্চিত হয়ে গেল। হলফনামা সঠিক সময়ে জমা না করার কারণেই তাঁর মনোনয়ন বাতিল হয়ে গেল বলে খবর। স্বাভাবিকভাবে এই খবরে খুশি বিরোধী শিবির। কারণ এর ফলে বাম কংগ্রেসের মিলিত প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের জয় এককথায় নিশ্চিত।
রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়াইয়ে নেমেছিলেন দীনেশ বাজাজ। তৃণমূল তাঁকে সমর্থনও করে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন বাতিল করে দেওয়া হল। আইনি জটিলতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
যদিও বাম প্রার্থী বলছেন, এই ঘটনা না ঘটলেও তিনি জেতার বিষয়ে এককথায় নিশ্চিত ছিলেন। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ‘তৃণমূল শেষ মুহূর্তে দীনেশ বাজাজকে প্রার্থী করে একটা চাল দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু আমি জানতাম, বাম ও কংগ্রেসের বিধায়কদের কেনাবেচা করা যায় না, তাই জয়ের বিষয়ে নিশ্চিত ছিলাম।’
advertisement
advertisement
দীনেশ বাজাজ জানিয়েছেন, তিনি সময়ের অভাবেই আইনি সমস্ত নথি নিয়ে সময়ে তা জমা করতে পারেননি। সেই কারণেই মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু একজন বিধায়ক হয়েও কী মনোনয়ন জমা দেওয়ার নিয়ম তিনি জানতেন না? সেই প্রশ্নের উত্তরেও দীনেশ বাজাজ জানিয়েছেন, সবটাই হয়েছে সময়ের অভাবের কারণে। পরবর্তীতে দল কী ব্যবস্থা নেবে, কী পরিকল্পনা করা হবে, সেটাও আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন দীনেশ বাজাজ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 17, 2020 5:35 PM IST










