West Bengal Election Results 2021: বিরোধী নয়, এখনও সরকার গড়ার কথাই ভাবছেন দিলীপ ঘোষ! কোন অঙ্কে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, 'এখন যাই ফল দেখাক, আমরা আমাদের টার্গেটের দিকে এগোব।'
#কলকাতা: ২০০ পার তো দূর, বাংলার বিধানসভা নির্বাচনে ১০০ আসন পার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Election Results 2021) প্রকাশ হচ্ছে আজ। আর এখন পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে ২০০-র বেশি আসনে। বিজেপি সেখানে এগিয়ে মাত্র ৮০ আসনে। অর্থাৎ, ফল মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়ার দিকেই এগোচ্ছে। সেই অনুযায়ী, রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, 'এখন যাই ফল দেখাক, আমরা আমাদের টার্গেটের দিকে এগোব।'
বিজেপির রাজ্য তথা কেন্দ্রীয় নেতারাও কার্যত হাল ছেড়ে দিয়েছেন। দিকেদিকে সেলিব্রেশনে নেমেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। অন্যদিকে, অন্ধকার হচ্ছে বিজেপির অন্দর। যদিও দিলীপ ঘোষের দাবি, 'এখনই আমরা বিরোধী আসনের কথা ভাবছি না। বরং সরকার গড়ার কথাই ভাবছি। লোকসভায় যা পেয়েছি তাও ছাড়িয়ে যাব।'
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে থাকার বিষয়টি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারবেন, উনি বহিরাগত ছিলেন নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী জিতবেন।'
advertisement
advertisement
বিজেপির এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও বলেন, 'গণনা বাকি আছে। আমরা নিশ্চিত আমরা জিতছি (পশ্চিমবঙ্গ নির্বাচনের ফল)। সন্ধ্যের মধ্যেই আমরা ম্যাজিক ফিগারে পৌঁছে যাব। প্রাথমিক ট্রেন্ড দেখে কিছু বোঝা যায় না (Bengal Election Results) । বাংলার মানুষ পরিবর্তন চায়।' যদিও দুপুরের দিকে কিছুটা সুর বদল হয় কৈলাসের। লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়দের কার্যত হার দেখে কৈলাস বলেন, 'আমার মনে হচ্ছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার ক্ষমতায় ফেরানোর প্রতিজ্ঞা করেছে। জনতার রায় নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে গত বিধানসভা নির্বাচনের থেকে এবার বিজেপির ফল অনেক অনেক ভাল। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। শেষ পর্যন্ত আমাদের উন্নতি কতটা হয়েছে, তা দেখতে হবে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 2:00 PM IST