Salt Lake College Fight: সল্টলেকের বেসরকারি কলেজে হাতাহাতি পড়ুয়াদের মধ্যে, ঘটনাস্থলে গেল পুলিশ

Last Updated:

Salt Lake College Fight: অভিযোগে চতূর্থ বর্ষের পড়ুয়ারা ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার চলছিল ধর্মঘট। তার পরেই শুরু হয় ঝামেলা

ভিডিওর একটি অংশ
ভিডিওর একটি অংশ
#সল্টলেক: সল্টলেকের একটি বেসরকারি কলেজে ভয়ানক হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পড়ুয়ারা। ভিডিওয় দেখা গেল, দুপক্ষের পড়ুয়ারা ক্লাস রুমের মধ্যেই তীব্র হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। যা দেখে আতঙ্ক তৈরি হয়েছে বাকি পড়ুয়াদের মধ্যে। মঙ্গলবার এই নিয়ে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পড়ুয়াদের সামলাতে ঘটনাস্থলে হাজির হন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশকর্মীরা। যদিও কোনও পক্ষই পুলিশে কোনও অভিযোগ করেননি বলেই খবর।
সল্টলেক সেক্টর ফাইভের ওই বেসরকারি কলেজের চতূর্থ বর্ষের পড়ুয়াদের অভিযোগ ছিল, বেশ কয়েকদিন ধরে কলেজের পঠন-পাঠন থেকে শুরু করে সমস্ত কাজ শুরু হলেও ক্যাম্পাসিংয়ের বিষয়ে কোনও আলোচনা তাঁরা শুনতে পাচ্ছিলেন না। চাকরির কোনও ব্যবস্থা করা হচ্ছিল না। সেই অভিযোগে চতূর্থ বর্ষের পড়ুয়ারা ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার চলছিল ধর্মঘট। তার পরেই শুরু হয় ঝামেলা। ভিডিওতে দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে কার্যত টেবিলের উপর উঠে পড়ে মারামারিতে জড়িয়ে পড়েছেন পড়ুয়ারা। পুরুষ মহিলা সকলেই এই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন।
advertisement
advertisement
দ্বিতীয় বর্ষের পড়ুয়ারে সঙ্গে এই ধর্মঘট ও বিক্ষোভ চলাকালীন ঝামেলা শুরু হয় চতূর্থ বর্ষের পড়ুয়াদের। ক্রমে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে গড়ায় ঝামেলা। কলেজের ক্যাম্পাসের ভিতরেই রীতিমতো মারামারি শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আসে। বেশ কয়েকজন পড়ুয়াকে আটকে রাখা অভিযোগও ওঠে। তার পর পুলিশ এসে দু'পক্ষের পড়ুয়াদের নিরস্ত্র করে। মূলত চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের দাবিদাওয়া নিয়ে চলা এই বিক্ষোভের ফলে মঙ্গলবারের ঝামলেরা সূত্রপাত বলে জানা গিয়েছে।
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake College Fight: সল্টলেকের বেসরকারি কলেজে হাতাহাতি পড়ুয়াদের মধ্যে, ঘটনাস্থলে গেল পুলিশ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement