অভিনব উদ্যোগ! হিন্দু-মুসলিম নয়, বেথুন কলেজের ফর্মে এবার যুক্ত হল মানবধর্ম

Last Updated:
#কলকাতা: ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’, প্রাচীন ভারতের সেই চিরাচরিত সংস্কৃতিকেই আবার ফিরিয়ে আনার যুগান্তকারী সিদ্ধান্ত নিল বেথুন কলেজ ৷ আগামী প্রজন্ম যাতে নিজেদের শুধুমাত্র হিন্দু-মুসলিম বা অন্য কোনও ধর্মের পরিচয়ে পরিচিত না করে তার বাইরে গিয়েও মনুষ্যত্বের উপর বিশ্বাস রাখতে পারে, সে কারণেই এমন উল্ল্যেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷
বেথুন কলেজের ভর্তির ফর্মের এবার থেকে ‘ধর্ম’ বিভাগে ‘হিন্দু’, ‘মুসলিম’-এর সঙ্গে জ্বলজ্বল করছে আরও একটা বিভাগ ৷ ‘হিউম্যানিটি’ অর্থাৎ ‘মনুষ্যত্ব’ ৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে একদল নতুন প্রাণ, সতেজ মন ৷ তাঁদের সেই অকলুষিত মন যাতে প্রকৃত মানবতার শিক্ষায় দীক্ষিত হতে পারে সেই পাঠই দিল এই কলেজ ৷
advertisement
উল্লেখ্য, রাজ্য সরকারের নিয়মে এবার সমস্ত ইউনিভার্সিটিই তাদের আবেদনের বিষয়টি অনলাইনে করে দিয়েছেন। ফর্ম ফিলাপ করতে কোন শিক্ষার্থীকেই আর ক্যাম্পাসে আসতে হবে না। দিতে হবে না ঘণ্টার পর ঘণ্টা লাইন। ভর্তি প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অস্বচ্ছতার অভিযোগ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
advertisement
Untitled-design-1821
advertisement
তবে শহরবাসী সকলেই একবাক্যে মানছেন, বেথুন কলেজের এই সিদ্ধান্ত একেবারে অভিনব ৷ অন্যদিকে কলেজের কর্তৃপক্ষ জানাচ্ছেন, এমন অনেকেই আছেন যাঁরা এসে বলছেন, তাঁরা কোনও ধর্মেই বিশ্বাস করেন না ৷ মানব ধর্মই তাঁদের কাছে একমাত্র শ্রেষ্ঠ ৷
তাই সবদিক থেকে ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিনব উদ্যোগ! হিন্দু-মুসলিম নয়, বেথুন কলেজের ফর্মে এবার যুক্ত হল মানবধর্ম
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement