শহরের এক নামী রেস্তোরাঁর খাবারের পাতে মিলল আরশোলা, ঘটনায় উত্তপ্ত এলাকা

Last Updated:

এবার শহরের এক নামী রেস্তোরাঁর খাবারে মিলল আরশোলা ৷ অন্তত এমনটাই দাবি করেছেন টালিগঞ্জ নিবাসী রজত পাল ৷ তাঁর অভিযোগ চায়না টাউন রেস্তোরাঁয় অন্যান্য খাবারের সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলেন তিনি ৷

#কলকাতা: এবার শহরের এক নামী রেস্তোরাঁর খাবারে মিলল আরশোলা ৷ অন্তত এমনটাই দাবি করেছেন টালিগঞ্জ নিবাসী রজত পাল ৷ তাঁর অভিযোগ চায়না টাউন রেস্তোরাঁয় অন্যান্য খাবারের সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলেন তিনি ৷ পচা মাংসের পরে এবার খাবারে আরশোলা ! প্রশ্ন উঠছে খাদ্য় নিরাপত্তার ওপর ৷
বেশ কিছুক্ষণ পরে যখন বাকি সব অর্ডারের সঙ্গে পাতে মিক্সড ফ্রায়েড রাইস পড়েছে ঠিক তখনই বিপত্তি ঘটেছে ৷ খেতে গিয়ে রজতবাবু দেখেছেন খাবারের প্লেটে একটি আরশোলা ৷ তৎক্ষণাৎ তিনি রেস্তোরাঁর কর্তৃপক্ষকে জানালে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ব্যাপারটি সেখানেই মিটমাট করে নেওয়ার কথা বলেছিলেন ৷ রেস্তোরাঁর কর্তৃপক্ষ খাবারের দাম কম নেওয়ার প্রস্তাবও দিয়েছিল ৷
advertisement
রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রস্তাব না মানলে শুরু হয় চাপান উতোর ৷ রজতবাবুকে শাসানি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ৷ শুরু হয় কথা কাটিকাটি পরে তা বচসায় পরিণত হয়েছে ৷ ঘটনা জের এলাকায় লোক জমায়েত হয় ৷ চায়না টাউন রেস্তোরাঁর বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন টালিগঞ্জ নিবাসী রজত পাল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরের এক নামী রেস্তোরাঁর খাবারের পাতে মিলল আরশোলা, ঘটনায় উত্তপ্ত এলাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement