আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

বিগত কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি চলছেই ৷ সেই বৃষ্টির রেশ এখনই কাটছে না ৷ জোড়া অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে আজও মেঘলা থাকবে আকাশ ৷

#কলকাতা: বিগত কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি চলছেই ৷ সেই বৃষ্টির রেশ এখনই কাটছে না ৷ জোড়া অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে আজও মেঘলা থাকবে আকাশ ৷ হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ৷ যার জেরে উষ্ণতার পারদ বাড়ারও কোনও সম্ভাবনা নেই ৷ যার জেরে এখন বেশ কিছুটা স্বস্তিতেই শহরবাসী ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কয়েক পশলা ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতেও ৷ যার জেরে মৎস্যজীবীদের আগাম সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামী ৪৮ ঘণ্টা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করেছে হাওয়া অফিস ৷ মৎস্য দফতরের পক্ষ থেকেও আজ সমুদ্রে যেতে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যে সব ট্রলার মাছ ধরতে গিয়েছিল সেগুলিকে ফিরে আসার জন্য বার্তা পাঠিয়েছেন মৎস্য দফতর সংগঠনের আধিকারিকরাা ৷
advertisement
advertisement
জোড়া মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ ঘূর্ণাবর্তের জেরে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ এর জেরে রবিবারে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement