আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
Last Updated:
বিগত কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি চলছেই ৷ সেই বৃষ্টির রেশ এখনই কাটছে না ৷ জোড়া অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে আজও মেঘলা থাকবে আকাশ ৷
#কলকাতা: বিগত কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি চলছেই ৷ সেই বৃষ্টির রেশ এখনই কাটছে না ৷ জোড়া অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে আজও মেঘলা থাকবে আকাশ ৷ হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ৷ যার জেরে উষ্ণতার পারদ বাড়ারও কোনও সম্ভাবনা নেই ৷ যার জেরে এখন বেশ কিছুটা স্বস্তিতেই শহরবাসী ৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ কয়েক পশলা ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতেও ৷ যার জেরে মৎস্যজীবীদের আগাম সতর্কতা জারি করা হয়েছে ৷ আগামী ৪৮ ঘণ্টা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করেছে হাওয়া অফিস ৷ মৎস্য দফতরের পক্ষ থেকেও আজ সমুদ্রে যেতে নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যে সব ট্রলার মাছ ধরতে গিয়েছিল সেগুলিকে ফিরে আসার জন্য বার্তা পাঠিয়েছেন মৎস্য দফতর সংগঠনের আধিকারিকরাা ৷
advertisement
advertisement
জোড়া মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ ঘূর্ণাবর্তের জেরে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ এর জেরে রবিবারে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2018 9:02 AM IST