Dengue Fever: বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, কলকাতাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা পুরসভার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Dengue Fever in West Bengal : স্বাস্থ্য দফতরের তরফে নোটিফিকেশন দেওয়া হলেই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে পুরসভার তরফে।
কলকাতা: ডেঙ্গির বাড়ন্তে এবার কলকাতাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা কলকাতা পুরসভার। একটি নম্বরে ফোন করলেই তৎক্ষণাৎ জানা যাবে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে। এই উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা।
রোগী নিয়ে হাসপাতালে যাতে ভোগান্তির সম্মুখীন না হতে হয় সেই কারণে এই ভাবনা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা চলছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কোন কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে সেই বিষয়ে রিয়েল টাইম ইনফরমেশন পাবে পুরসভা। সেই মতো হেল্পলাইনে ফোন করা নাগরিকদের সাহায্য করা হবে। স্বাস্থ্য দফতরের তরফে নোটিফিকেশন দেওয়া হলেই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে পুরসভার তরফে।
advertisement
advertisement
এছাড়াও পুরসভার কড়া নির্দেশ,
যে যে বাড়ি ময়লা ফেলবে তাদের নোটিশ দেওয়া হবে।
নির্মীয়মান বাড়ি, যাদের বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হবে, তারা ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে স্টপ ওয়ার্ক অর্ডার জারি করা হবে।
অতীন ঘোষ জানিয়েছেন, স্বাস্থ্য দফতরকে নোটিশ দিতে হবে। যাতে সরকারি হাসপাতালগুলিতে কত বেড খালি আছে, সেই তথ্য জানানো হয়। ইসলামিয়া হাসপতালে বেড রাখা হয়েছে। আরবান কমিউনিটি হেলথ সেন্টারে ৪০ থেকে ১০০টি বেড রাখা হচ্ছে। ১৭ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ৩৮৭০ জন আক্রান্তহয়েছেন। ফলে পরিস্থিতি যে ভয়ঙ্কর সে কথা বলাই বাহুল্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 7:37 PM IST