Dengue Fever: বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, কলকাতাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা পুরসভার

Last Updated:

Dengue Fever in West Bengal : স্বাস্থ্য দফতরের তরফে নোটিফিকেশন দেওয়া হলেই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে পুরসভার তরফে।

জরুরি গাইডলাইন জারি কলকাতা পুরসভার
জরুরি গাইডলাইন জারি কলকাতা পুরসভার
কলকাতা: ডেঙ্গির বাড়ন্তে এবার কলকাতাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা কলকাতা পুরসভার। একটি নম্বরে ফোন করলেই তৎক্ষণাৎ জানা যাবে কোন হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে। এই উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা।
রোগী নিয়ে হাসপাতালে যাতে ভোগান্তির সম্মুখীন না হতে হয় সেই কারণে এই ভাবনা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা চলছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কোন কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে সেই বিষয়ে রিয়েল টাইম ইনফরমেশন পাবে পুরসভা। সেই মতো হেল্পলাইনে ফোন করা নাগরিকদের সাহায্য করা হবে। স্বাস্থ্য দফতরের তরফে নোটিফিকেশন দেওয়া হলেই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে পুরসভার তরফে।
advertisement
advertisement
এছাড়াও পুরসভার কড়া নির্দেশ,
যে যে বাড়ি ময়লা ফেলবে তাদের নোটিশ দেওয়া হবে।
নির্মীয়মান বাড়ি, যাদের বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হবে, তারা ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে স্টপ ওয়ার্ক অর্ডার জারি করা হবে।
অতীন ঘোষ জানিয়েছেন, স্বাস্থ্য দফতরকে নোটিশ দিতে হবে। যাতে সরকারি হাসপাতালগুলিতে কত বেড খালি আছে, সেই তথ্য  জানানো হয়। ইসলামিয়া হাসপতালে বেড রাখা হয়েছে। আরবান কমিউনিটি হেলথ সেন্টারে ৪০ থেকে ১০০টি বেড রাখা হচ্ছে। ১৭ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ৩৮৭০ জন আক্রান্তহয়েছেন। ফলে পরিস্থিতি যে ভয়ঙ্কর সে কথা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue Fever: বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, কলকাতাবাসীর জন্য হেল্পলাইন চালুর ভাবনা পুরসভার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement