IMA Election Update: হঠাৎ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, IMA রাজ্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শান্তনু সেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
IMA Election Update: চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের রাজ্য সম্পাদক পদে আর থাকতে চাইলেন না শান্তনু সেন। এদিনের বৈঠকে নাম প্রস্তাব করা হলেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতা।
কলকাতা: চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের রাজ্য সম্পাদক পদে আর থাকতে চাইলেন না শান্তনু সেন। এদিনের বৈঠকে নাম প্রস্তাব করা হলেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতা। নিজের রাজনৈতিক পরিচয়ের কথা মাথায় রেখে IMA র সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনীতিকরণ যাতে না হয় সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানালেন প্রাক্তন তৃণমূল সাংসদ।
রাজ্যে চিকিৎসকদের বড় সংগঠন বলে পরিচিত ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। অরাজনৈতিক সেই সংগঠনের রাজ্য শাখার নির্বাচন ঘিরে ইতিমধ্যেই। চিকিৎসকদের তিনটি প্যানেল তাতে প্রতিদ্বন্দ্বিতা করছে। কোনওটিতেই কোনও রাজনৈতিক দলের নামোল্লেখ না থাকলেও রাজনৈতিক মহলের একাংশের দাবি, পরোক্ষ হলেও যে কোনও নির্বাচন অথবা প্রার্থীর নেপথ্যে কোনও না কোনও রাজনৈতিক দলের প্রভাব থেকেই যায়।
advertisement
advertisement
বিভিন্ন চিকিৎসক সংগঠন রোগী কল্যাণ সমিতি রাজনীতি মুক্ত করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই সূত্র ধরেই কি সরে দাঁড়ালেন শান্তনু? উঠছে প্রশ্ন। এদিকে সুশান্ত-বিরুপাক্ষ-অভিকের IMA সদস্যপদ বাতিলের কথা ওঠে আজকের বৈঠকে। ড: অসীম সরকার (যিনি উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে পরিচিত) বলতে উঠে এদের পক্ষ নিয়ে বলেন। তাঁর বক্তব্য ছিল, IMAতে এভাবে কারও সদস্যপদ বাতিল করা যায় না। তাদের ডেকে পাঠিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা বলা হয়ে থাকে। যদিও উপস্থিত সদস্যরা তাঁর সেই যুক্তি মানতে চাননি। তাঁকেও বিক্ষোভ দেখিয়ে বলা থামিয়ে দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2024 8:01 PM IST