রাজ্যুজুড়ে একাধিক শুটআউট! বন্দুক, গুলি যাচ্ছিল কলকাতা থেকে! বড় পর্দাফাস এসটিএফ-এর
- Written by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Kolkata- গ্রেফতার কলকাতার নামী অস্ত্র-কার্তুজ বিপণন দোকানের কর্মচারী-সহ মোট চারজন বেআইনী অস্ত্র ব্যবসায়ী।
কলকাতা: বিভিন্ন শুটআউটে ব্যবহৃত বেআইনী পিস্তল-কার্তুজের মূল উৎস বেরিয়ে এল বেঙ্গল এসটিএফ-এর তদন্তে! উদ্ধার হল বিপুল সংখ্যক ফ্যাক্টরি-উৎপাদিত তাজা কার্তুজ।
গ্রেফতার কলকাতার নামী অস্ত্র-কার্তুজ বিপণন দোকানের কর্মচারী-সহ মোট চারজন বেআইনী অস্ত্র ব্যবসায়ী। জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সঙ্গে তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ উদ্ধার করল একশো নব্বইটি তাজা পিস্তল- কার্তুজ। এছাড়া ৯টি বারো বোরের কার্তুজ-সহ উদ্ধার একটি ডাবল ব্যারেল বন্দুকও।
আরও পড়ুন- এ বার রাত ১০ টার পরও পাওয়া যাবে উত্তরবঙ্গ থেকে কলকাতা আসার ট্রেন? খতিয়ে দেখছে রেল
এসটিএফ-এর এই অভিযানে ধৃত চার। কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী-সহ চারজনকে গ্রেফতার করল বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিবাদীবাগে অবস্থিত নার্সিং চন্দর দাও অ্যান্ড কো অস্ত্র কার্তুজ বিপণন দোকান থেকেই চলত বেআইনিভাবে অস্ত্রপাচার চক্র। আর এবার তদন্তের পর সেই চক্রের পর্দাফাঁস করল বেঙ্গল এসটিএফ।
advertisement
advertisement
রাজ্যে একাধিক জায়গায় শুট আউটের ঘটনায় অস্ত্র ব্যবহার হয়েছে। সেই সব অস্ত্রের উৎস খুঁজতে নেমেছিল এসটিএফ। তদন্তের পর জানা যায়, খাস কলকাতায় বসে চলছিল বেআইনি অস্ত্র সরবরাহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2025 7:13 PM IST








