ARPITA HAZRA
#কলকাতা: আন্তঃদেশীয় মাদক পাচার চক্রের হদিস কাস্টমস আধিককরিকদের | একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ কফ্ সিরাপ উদ্ধার হয়েছে , যা কিনা নেশার জন্য ব্যবহার হয় | এ গুলি ট্র্যাকে করে আসছিল রাজস্থান থেকে| বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা ছিল | শুল্ক দফতর সূত্রে খবর, তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনিতে যান | সেখানে ওঁত পেতে ছিলেন | ট্রাক আসতেই পাকড়াও করে শুল্ক দফতরের আধিকারিকরা | ডানকুনি থেকে কাস্টমস আধিকারিকরা ট্রাক বাজেয়াপ্ত করেন | উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ফেন্সিডিনাইল কফ্ সিরাপ | যা কিনা নেশার জন্য পাচার হয় | কাস্টমসের হাতে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত | উদ্ধার হওয়া জিনিসের বাজার মূল্য আনুমানিক প্রায় ২৬ লক্ষ টাকা |
জানা গিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ মুস্তাকিন, মোহাম্মদ ইনসাফ | ধৃতরা হরিয়ানা বাসিন্দা দু’জনই | প্রায় ১৪ হাজার ৯৮০টি ফেন্সিডিনাইলের বোতল উদ্ধার হয়েছে ট্রাক থেকে | এর আগেও শুল্ক দফতরের আধিকারিকরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছেন | এই নিয়ে পরপর চতুর্থবার কাস্টমস আধিকারিকদের অভিযানে প্রায় এক কোটি টাকার ফেন্সিডিনাইল উদ্ধার হয়েছে | যা কিনা নেশা বা মাদক হিসাবে ব্যবহার হয় | এর পিছনে রয়েছে বড় পাচার চক্র হয় | বিপুল পরিমাণ ওই কফ্ সিরাপ বাংলাদেশ পেট্রাপোলে গিয়ে কাকে দেওয়ার কথা ছিল, কোথায় কী ভাবে হস্তান্তরিত হত তা নিয়ে শুল্ক দফতরের তদন্তকারীরা জেরা করবে ধৃতদের |
তবে কফ্ সিরাপ যা কিনা মাদক হিসাবে ব্যবহার হয় এই পাচার চক্র দীর্ঘদিন ধরে চলে আসছে | এটা চেন আকারে চলে | সেই চক্রকে রোখার জন্য নারকোটিক্সের পাশাপাশি শুল্ক দফতরের অধিকারিকরাও তৎপর | আর সেই জন্য এই বিপুল পরিমাণ ফেন্সিডিনাইল উদ্ধার করেছে শুল্ক দফতরের আধিকারিকরা | রাজস্থান থেকে বাংলাদেশে পাচার, এই চক্রে আর কত জন জড়িত খতিয়ে দেখছে শুল্ক দফতরের আধিকারিকরা |