Calcutta High Court: বেআইনি পার্কিং নিয়ে আদালতে জনস্বার্থ মামলা! বিরক্তি প্রকাশ হাইকোর্টের

Last Updated:

Calcutta High Court: বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মন্তব্য, "আমাদের কোনও নির্দেশই কাজে লাগবে না। যদি কারও কিছু করার ইচ্ছে না থাকে। আবার দেখতে হবে এই ইচ্ছেটা কোন ধরনের। প্রশাসনিক না রাজনৈতিক ইচ্ছা।"

কলকাতা হাই কোর্ট
কলকাতা হাই কোর্ট
কলকাতা: বেআইনি পার্কিং ও পরিবহণ নিয়ে বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মন্তব্য, “আমাদের কোনও নির্দেশই কাজে লাগবে না। যদি কারও কিছু করার ইচ্ছে না থাকে। আবার দেখতে হবে এই ইচ্ছেটা কোন ধরনের। প্রশাসনিক না রাজনৈতিক ইচ্ছা।”
বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি পার্কিং নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শুধু ওখানেই না পার্কিংয়ের ওই সমস্যা রাজ্যের সব শহরে। পুরসভার কোনও সদিচ্ছা না থাকলে এটা সমাধান করা সম্ভব নয়। এমনকি হাইকোর্ট চত্বরে গাড়ি পার্কিং ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত।
advertisement
advertisement
হাইকোর্টের পর্যবেক্ষণ, আইনজীবী ছাড়াও অনেকে এই চত্বরে গাড়ি পার্কিং করেন। বৃহস্পতিবার বিধাননগর পুরসভাকে হাইকোর্টের নির্দেশ, বেআইনি পার্কিংয়ের সমস্যা মেটাতে দ্রুত দরপত্র ডাকার কাজ করতে হবে পুরসভার কমিশনারকে।
হাইকোর্টে রাজ্য জানায়, ইতিমধ্যে দরপত্র ডাকা হয়েছে। মামলাকারীর নির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি জানাতে পারেন। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “আপনারা ওই ভাবেই কাজ করুন। আপনার চেয়ারম্যান নির্বাচিত তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। আর জনগণ কোর্টের দ্বারস্থ হবেন।”
advertisement
এই মামলাতে রাজ্যের বাস পরিষেবা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। তিনি বলেন, “যে বাসগুলি ফেলে দেওয়া আপনারা সেগুলি চালাচ্ছেন। চালক, কন্ডাক্টর-সহ যাত্রীদের জন্যও তা বিপদের হয়ে উঠছে। আপনাদের পরিবর্তন চোখে পড়ছে না। নিজেদের মানসিকতা পরিবর্তন করুন। বাসের ভাড়া কবে নির্ধারণ করেছেন? হয়তো ২০ বছর আগে। তাই তো বাস মালিকরা খরচ বাঁচাতে কেরোসিন বা বাজে তেল ব্যবহার করেন। এ সব কবে পরিবর্তন করবেন?”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: বেআইনি পার্কিং নিয়ে আদালতে জনস্বার্থ মামলা! বিরক্তি প্রকাশ হাইকোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement