• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রকাশিত হল ICSE, ISC-এর ফল, ১০০% নম্বর পেয়ে শীর্ষে কলকাতার দেবাঙ্গ ও বেঙ্গালুরুর বিভা

প্রকাশিত হল ICSE, ISC-এর ফল, ১০০% নম্বর পেয়ে শীর্ষে কলকাতার দেবাঙ্গ ও বেঙ্গালুরুর বিভা

 • Share this:

  #নয়াদিল্লি: ICSE-এর দশম শ্রেণি এবং ISC-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল ৷ ISC-তে ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে সেরা কলকাতার দেবাঙ্গ আগরওয়াল ৷ লা মার্টিনিয়র ফর বয়েজের ছাত্র দেবাঙ্গ আগরওয়াল ৷ দেবাঙ্গ ছাড়াও ১০০ শতাংশ নম্বর পেয়ে তারই সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে বেঙ্গালুরুর ছাত্রী বিভা স্বামীনাথন ৷

  দ্বিতীয় স্থান পেয়েছেন মোট দশ জন পড়ুয়া ৷ তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৪০ শতাংশ ৷ ৯৯.২০ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মোট ২৪ জন পড়ুয়া ৷

  কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org or www.results.cisce.org -তে গিয়ে রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা ৷ এছাড়াও মোবাইল এএমএস-এ মাধ্যেমেও জানা যাবে রেজাল্ট ৷ ICSE বা ISC লিখে স্পেস দিয়ে লিখতে হবে আইডি নম্বর ৷ পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷

  এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন হল এ বারের রেজাল্ট- • ICSE দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৫৪ শতাংশ ৷ • গতবারের থেকে ০.০৩ শতাংশ ছাত্র বেশি পাস করেছে ৷ • ISC-এর দ্বাদশ শ্রেণির পাশের হার ৯৬.৫২ শতাংশ ৷ • দ্বাদশেও গতবারের চেয়ে বেশি পড়ুয়া পাশ করেছে এইবছর ৷

  ISC 2019 ফলাফল

  স্কুলের সংখ্যা: 1080 আবেদনকারী পরীক্ষার্থী: 86713 পরীক্ষা দেয়: 39964 জন পড়ুয়া পাস করা ছাত্র সংখ্যা: 39100 ব্যর্থ ছাত্রের সংখ্যা : 864

  First published: