স্কুলে শিশু নিগ্রহ রুখতে কড়া পদক্ষেপ আইসিএসই বোর্ডের
Last Updated:
কারমেল থেকে জেডি বিড়লা ৷ শিশু নিগ্রহ নিয়ে বারবার সংবাদ শিরোনামে এসেছে এই স্কুলগুলি ৷
#কলকাতা: কারমেল থেকে জেডি বিড়লা ৷ শিশু নিগ্রহ নিয়ে বারবার সংবাদ শিরোনামে এসেছে এই স্কুলগুলি ৷ স্কুল চত্বরেই আক্রান্ত পড়ুয়া। কাঠগড়ায় কখনও শিক্ষক, কখনও শিক্ষাকর্মী। যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল শহর থেকে রাজ্য। তাই এবার স্কুলে যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিল আইসিএসই বোর্ড ৷
ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জারি হয়েছে নয়া সুরক্ষা বিধি । তাতে স্কুলগুলিকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে । মঙ্গলবার থেকে জারি হল স্কুল সেফটি ম্যানুয়াল ।
কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ?
- গোটা স্কুলেই থাকবে সিসিটিভি ক্যামেরার নজরদারি
advertisement
- ক্যামেরা লাগাতে হবে মেইন গেটের ভিতরে ও বাইরে
- ক্লাসরুমে এবং শৌচালয়ের বাইরেও থাকবে ক্যামেরা
advertisement
- প্রতিটি স্কুলবাসে থাকবে জিপিএস ট্র্যাকিং সিস্টেম
- বাসে রাখতে হবে মহিলা অ্যাটেনডেন্ট
- মর্জি মাফিক স্কুল ভবনের উচ্চতা বাড়ানো যাবে না
- মানতে হবে ন্যাশনাল বিল্ডিং কোড, ২০০৫
- প্রতিটি স্কুলের বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা থাকবে
-থাকবে সেফটি সাব কমিটি, তাতে অভিভাবকদের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক
ভূমিকম্প হোক বা সন্ত্রাসবাদী হামলা। পড়ুয়াদের নিয়ে পরিস্থিতি সামাল দেবেন শিক্ষক-শিক্ষিকারাই। তার জন্য দেওয়া হবে প্রশিক্ষণ। গুড টাচ, ব্যাড টাচ কী, প্রাথমিকেই তা শেখাতে হবে পড়ুয়াদের। এছাড়া, স্কুলে নিয়োগের সময় সকলকেই শিশু সুরক্ষা নীতি ও আদর্শ আচরণ বিধিতে স্বাক্ষর করতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট হিসাবে দিতে হবে হলফনামা। শিশু নিগ্রহের অভিযোগে স্কুল ব্যবস্থা না নিলে আইনানুগ পদক্ষেপ করবে আইসিএসই বোর্ড।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2018 10:38 AM IST