#ILeague: চার্চিলের বিরুদ্ধে প্রেসিং ফুটবল খেলতে চান সঞ্জয়

হেভিওয়েট তকমা গায়ে নিয়েই রবিবার আই লিগে অভিযান শুরু করছে মোহনবাগান।

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 07, 2017 07:19 PM IST
#ILeague: চার্চিলের বিরুদ্ধে প্রেসিং ফুটবল খেলতে চান সঞ্জয়
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 07, 2017 07:19 PM IST

#কলকাতা: হেভিওয়েট তকমা গায়ে নিয়েই রবিবার আই লিগে অভিযান শুরু করছে মোহনবাগান। বাড়তি আত্মবিশ্বাস যাতে প্রভাব না ফেলে তাই ফুটবলারদের সতর্ক করে দিচ্ছেন কোচ সঞ্জয় সেন।

আই লিগের শুরুতেই ডাফি-কাটসুমিদের নিয়ে প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছে। হবে না-ই বা কেন ? কোচ সঞ্জয় সেনের হাতে বাগান কর্তারা যে দল তুলে দিয়েছেন তা সোনায় বাঁধানো। চার্চিলের বিরুদ্ধে তাই প্রেসিং ফুটবলের রোলার চালিয়ে দিতে চাইছে বাগান টিম ম্যানেজমেন্ট। হাতে প্রচুর অপশন। সাহসী বাগান কোচ এডু কিংবা জেজেকেও বিশ্রাম দিতে পারেন।

প্রথম দল হতে পারে এইরকম:-

গোলে দেবজিৎ। ব্যাক ফোরে প্রীতম, কিংশুক আর সৌভিক। মাঝমাঠে প্রবীর, সোভিক চক্রবর্তী, শেহনওয়াজ আর কিন লুইস। সামনে ডাফি আর একটু নীচে কাটসুমি।

তবে ম্যাচের আগে দলকে সতর্ক করে দিচ্ছেন সঞ্জয় সেন। পরের ম্যাচের আগেই চলে আসছেন সনি নর্ডি। ফিট হয়ে যাচ্ছেন জেজে। আই লিগে অন্য প্রতিপক্ষকে চুরমার করে দেওয়ার কাজটা রবিবারের বারাসতেই শুরু করতে চায় মোহনবাগান।

First published: 07:19:07 PM Jan 07, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर