#কলকাতা: গুলি করে মারার হুমকিতে দিন দুয়েক আগেই কেন্দ্রীয় নেতৃত্বের রোষের মুখে পড়েন৷ প্রকাশ্যে সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ তা সত্ত্বেও বাংলায় দিলীপ ঘোষের উপরেই আস্থা রাখল বিজেপি নেতৃত্ব৷ ফের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হয়ে বক্তব্য রাখতে মঞ্চে উঠে কেঁদে ফেললেন দিলীপ ঘোষ৷ একই সঙ্গে বিতর্কিত মন্তব্যে নিজের অবস্থানেই অনড় থাকলেন দিলীপ৷
ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপি-র পুনর্নির্বাচিত রাজ্য সভাপতি বললেন, 'বিজেপির উপর প্রতিদিন আক্রমণ করা হচ্ছে৷ ২ হাজার বিজেপি কর্মী জেলে৷ খুন, আত্মহত্যা বলে চালাচ্ছে৷' এরপরেই নিহত কর্মীদের স্মৃতিতে আবেগে কেঁদে ফেলেন তিনি৷
দিন দুয়েক আগে দিলীপ ঘোষ একটি সভায় হুমকি দেন, 'উত্তরপ্রদেশ, অসমে যে ভাবে গুলি করে মারা হয়েছে দেশদ্রোহীদের, এখানে বিজেপি ক্ষমতায় এলে দেশদ্রোহীদের গুলি করে মারা হবে৷' তাঁর সেই মন্তব্যের পরেই প্রকাশ্যে সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, 'অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য৷' এর আগে গরুর দুধে সোনা রয়েছে বলে মন্তব্য করেও দেশজুড়ে বিতর্ক ও রসিকতা তৈরি হয় বিজেপি রাজ্য সভাপতির কথায়৷
বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, 'আমার কথায় বিতর্ক হচ্ছে৷ আমি তাতে পরোয়া করি না৷ হতাশা থেকেই সমালোচনা হচ্ছে৷ আমাদের কথা শুনতে হবে৷ আমরা রাজ্যে এখন গুরুত্বপূর্ণ৷ এখন বিজেপির সদস্য ৯৮ লক্ষ৷ আরও কঠিন কথা শুনতে হবে৷ কঠিন কথা শোনার সহ্যশক্তি বাড়ান৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।