'পশ্চিমবঙ্গ নিয়ে আমি উত্‍সাহিত,' বাংলায় ট্যুইট মোদির, বেলুড়মঠেই রাত্রিবাস

Last Updated:

বাংলা সফরে বাংলাতে ট্যুইট করে রাজ্যের আবেগকে হাতিয়ার করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

#কলকাতা: বাংলা সফরে বাংলাতে ট্যুইট করে রাজ্যের আবেগকে হাতিয়ার করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ট্যুইটারে লিখলেন, 'পশ্চিমবঙ্গ নিয়ে আমি উত্‍সাহিত৷ রামকৃষ্ণ মিশনে ভালো সময় কাটাবো৷ বেলুড়ে স্বামীজির জন্মজয়ন্তী চলছে৷ স্বামী আত্মস্থানন্দর অনুপস্থিতি বেদনাদায়ক৷ ওঁর কাছেই মানবসেবার দীক্ষা নিয়েছিলাম৷ বেলুড়মঠ সর্বদাই একটি বিশিষ্ট জায়গা৷'
advertisement
শনিবার সন্ধ্যায় মিলেনিয়াম পার্কে অনুষ্ঠান শেষে লঞ্চে প্রধানমন্ত্রী রওনা হন বেলুর মঠ৷ বেলুড়মঠের গেস্ট হাউসেই রাত্রিবাস করবেন তিনি৷ এ দিন মোদি বেলুড়মঠে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান সন্ন্যাসীরা৷ বেশ কিছুক্ষণ সন্ন্যাসীদের সঙ্গে গল্প করেন মোদি৷ প্রধানমন্ত্রীর নৈশভোজে তাঁকে শ্রীরামকৃষ্ণের ভোগই দেওয়া হয়৷ মেনুতে ছিল গোবিন্দ ভোগ চাল, মুগ ডাল ও আলু দিয়ে খিচুড়ি, পায়েস, মিষ্টি ও ফল৷
advertisement
ট্যুইটারে মোদি লিখলেন, 'আমি আনন্দিত ও উত্‍সাহিত যে আজ ও আগামিকাল আমি পশ্চিমবঙ্গে কাটাবো৷'
advertisement
এ দিন বিকেলে কলকাতা পৌঁছন মোদি৷ তারপর রাজভবনে যান তিনি৷ সেখানে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ তারপর বৈঠক করেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে৷ বৈঠক শেষে মোদি চলে যান ওল্ড কারেন্সি মিউজিয়ামে৷ সেখানে বক্তব্য রাখেন৷ বলেন, 'বাংলার মণীশীদের শ্রদ্ধা জানাই৷ কলকাতা সাহিত্য সংস্কৃতির পীঠ৷ ছোট থেকেই কলকাতায় আগ্রহী৷ বেলুড় মঠ আমাকে টানে৷ বাংলার মাটি পবিত্র ভূমি৷ কলকাতার জাদুঘর আন্তর্জাতিক হচ্ছে৷ বেলভেডিয়ার হাউস সংস্কার হচ্ছে৷ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মেটকাফ হল, ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের সংস্কার হচ্ছে৷' এরপর তিনি যান মিলেনিয়াম পার্কে৷ সেখানে হাওড়া ব্রিজে লাইট অ্যান্ড সাউন্ড দেখেন৷ কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বছরের অনুষ্ঠানে যোগ দেন৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
'পশ্চিমবঙ্গ নিয়ে আমি উত্‍সাহিত,' বাংলায় ট্যুইট মোদির, বেলুড়মঠেই রাত্রিবাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement