Nagerbazar Housewife Murder: মাকে শ্বাসরোধ করে খুন করল বাবা! সাক্ষী দশ বছরের ছেলে, নাগেরবাজারে হাড় হিম করা কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
বিয়ের পর থেকেই অমিত এবং বিউটির মধ্যে অশান্তি শুরু হয়৷ বেশ কিছু দিন ধরে ছাতাকলের ওই ভাড়া বাড়িতেই আলাদা আলাদ থাকছিলেন ওই দম্পতি৷
দীর্ঘদিন ধরে চলছিল দাম্পত্য কলহ৷ যার জেরে নাবালক ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী৷ স্ত্রীকে হত্যার পর ছেলেকে রেখেই রাত তিনটের সময় বাড়ি ছেড়ে পালিয়েও গেল অভিযুক্ত৷
বৃহস্পতিবার রাতে এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় নাগেরবাজারের ছাতাকল এলাকায়৷ অভিযুক্ত ওই ব্যক্তির নাম অমিত বসু৷ অমিত বসুর দশ বছরের ছেলের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে বিষয়টি জানাজানি হয়৷
স্থানীয় সূত্রে খবর, নাগেরবাজারের ছাতাকল এলাকায় দশ বছরের ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন অমিত দাস এবং বিউটি দাস নামে ওই দম্পতি৷ বছর এগারো আগে প্রেম করেই তাঁদের বিয়ে হয়৷ প্রথমে অমিত নিরাপত্তারক্ষীর কাজ করলেও পরে কোনও কাজ করতেন না তিনি৷ অমিতের স্ত্রী বিউটিশিয়ানের কাজ করতেন৷
advertisement
advertisement
বিউটির পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকেই অমিত এবং বিউটির মধ্যে অশান্তি শুরু হয়৷ বেশ কিছু দিন ধরে ছাতাকলের ওই ভাড়া বাড়িতেই আলাদা আলাদ থাকছিলেন ওই দম্পতি৷ গতকাল রাতে অমিত তার সন্তানকে জানায় আজ তারা একসঙ্গে ঘুমোবে৷ এর পরই গভীর রাতে ওই দম্পতির দশ বছরের ছেলে দেখে, বাবা শ্বাসরোধ করে তার মাকে খুন করছে৷
advertisement
স্ত্রীকে হত্যার পরই টাকা পয়সা নিয়ে পালায় অমিত৷ রাতেই নিজের মামাকে ফোন করে গোটা ঘটনার কথা জানায় ওই দম্পতির ছেলে৷ খবর পেয়েই মধ্যমগ্রাম থেকে নাগেরবাজারে চলে আসেন বিউটির বাপের বাড়ির লোকজন৷ ওই নাবালকের কান্নাকাটিতে ততক্ষণে প্রতিবেশীরাও জড়ো হয়ে যান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ৷ ওই নাবালকের জবানবন্দি নেয় তারা৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ খোঁজ চলছে বিউটির স্বামীর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 3:39 PM IST