Strand Road Skeleton: স্ট্র্যান্ড রোডে দীর্ঘ দিনের পরিত্যক্ত বাড়ির ছাদে নরকঙ্কাল, রহস্যের তদন্তে পুলিশ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বন্দর এলাকায় ৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে স্ট্র্যান্ড রোডে (Strand Road) ৷ রহস্যের তদন্ত শুরু করেছে পুলিশ ৷
কলকাতা : পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বন্দর এলাকায় ৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে স্ট্র্যান্ড রোডে (Strand Road) ৷ রহস্যের তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রাজপথে একটি পরিত্যক্ত বাড়িতে কাজ করছিলেন মিস্ত্রিরা ৷ সে সময়ই বাড়ির ছাদে তাঁরা হাড়গোড় পড়ে থাকতে দেখেন ৷ ঘটনাস্থলে প্রথমে উত্তর বন্দর থানা থেকে পুলিশ আসে ৷ এর পর লালবাজার থেকে গোয়েন্দারাও পরিদর্শন করেন ৷ জানা গিয়েছে, হাড়গোড়গুলি নরকঙ্কালেরই অংশ ৷ তবে নারী না পুরুষের হাড় বা কত পুরনো কঙ্কাল, সে সব এখনও জানা যায়নি ৷
advertisement
স্ট্র্যান্ড রোডে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ আমলে তৈরি বাড়িটি অনেক আগে পোর্ট ট্রাস্টের কাজে ব্যবহৃত হত ৷ তবে তার পর বহু দিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ৷ সম্প্রতি বাড়িটিতে গুদামঘর তৈরির কাজ চলছে ৷ সে সময়ই মিস্ত্রিদের চোখে পড়ে ছাদে পড়ে থাকা হাড়গোড় ৷ দীর্ঘ দিন জনমানবহীন বাড়িতে কী করে মানুষের হাড়গোড় এল, সে বিষয়ে ধন্ধে পুলিশ ৷
advertisement
advertisement
বন্দর সংলগ্ন স্ট্র্যান্ড রোডে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ দীর্ঘ দিনের ৷ স্থানীয় দুষ্কৃতীরা এই কঙ্কালকাণ্ডে জড়িত কিনা, তদন্ত করে দেখা হচ্ছে ৷ পরিত্যক্ত বাড়িতেই খুন করা হয়েছে? নাকি বাইরে থেকে দেহ এনে ফেলে দেওয়া হয়েছে? সম্ভাব্য সব প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে রহস্যজনক কঙ্কালকাণ্ডে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2021 5:22 PM IST