#কলকাতা: সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের বৈঠকের পর ‘দিদিকে বলো’ কর্মসূচির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাস্তরে বিভিন্ন নেতাকর্মীকে তৃণমূল স্তরে জন সংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলনেত্রী।
এরপর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ ৷ এদিন সকাল থেকেই বিপুল সাড়া মিলেছে হেল্পলাইন নম্বরে ৷ গত ২৪ ঘণ্টায় ৯১৩৭০৯১৩৭০ নম্বরে প্রায় ১ লক্ষের বেশি ফোন এসেছে ৷ মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চান সকলেই ৷ সকলের যোগাযোগের জন্য ব্যবস্থা করা হচ্ছে ৷
গত ২৪ ঘন্টায়, দিদিকে বলো নম্বরে ১ লক্ষেরও বেশি মানুষ ফোন করেছেন। বর্তমানে ২৫০ জনের বেশি মানুষ, চব্বিশ ঘন্টা এই বিষয়ে কাজ করছেন। আপনাদের এই অভূতপূর্ব প্রতিক্রিয়াকে সামলানোর জন্য আমরা আমাদের ক্ষমতার বৃদ্ধি করছি। আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ। (1/2)
— Didi Ke Bolo (@DidiKeBolo) July 30, 2019