সন্ধে ৭টা, তখনও মদের দোকানের সামনে দীর্ঘ লাইন !

Last Updated:

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাধের মদের বোতল ব্যাগে ঢুকিয়ে তৃপ্ত অনেকেই।

#কলকাতা: সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। মদের দোকানের কাউন্টার খুললো কোথাও দুপুর ৩টেয়, কোথাও আবার বিকেল ৫টায়? আর তখনই মদ কিনতে হুড়োহুড়ি  সুরাপ্রেমীদের। অনেক জায়গাতেই সামাজিক দূরত্ব বজায় না রাখার কথা ভুললেন অনেকেই। কোথাও আবার  মদের দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ফেলা হল সাইকেলের টায়ার।  সেই টায়ারে না দাঁড়ালে মদ পাওয়া যাবে না - ঘোষনা বিক্রেতার। তাই বাধ্য হয়ে ভাল ছেলের মতো টায়ারে দাঁড়ালেন সুরাপ্রেমীরা।
অনেক জায়গায় আবার লেখা নো মাস্ক নো লিকার। মাস্ক ছাড়াও  দাঁড়িয়ে ছিলেন অনেকেই।  কিন্তু এই লাইন কি ছাড়া যায়। তাঁরা মদ কিনলেন বন্ধুর মাস্ক ধার করে।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সাধের মদের বোতল ব্যাগে ঢুকিয়ে তৃপ্ত অনেকেই। বললেন, অনেক দিন পর পেলাম। আজ একটু তৃপ্তি করে পান করা যাবে।  এতদিন মদ বিক্রি যে হচ্ছিল না তা নয়। বিক্রি হচ্ছিল লুকিয়ে চুরিয়ে। সিল করা দোকানের পেছনের দরজা দিয়ে। কালোবাজারিতে মদ মিলছিল দেদার। তবে তার দাম ছিল অনেক বেশি।
advertisement
advertisement
অভিযোগ, ৫০০ টাকার মদ বিক্রি হচ্ছিল ১৮০০ টাকা থেকে ২০০০ টাকায়। তবে তার নাগাল পাননি অনেকেই।
মদের দোকান খোলার খবর ঘোষণা হয়েছিল রবিবার  বিকেলে। তারপর থেকেই উৎসাহ দেখা যায় সুরাপ্রেমীদের মধ্যে। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন পড়ে যায় শহরের বিভিন্ন মদের দোকানে। অনেক দোকানের স্টক ছিল না। চাহিদার তুলনায় যোগান ছিল সীমিত। তাই অনেকেই মদ আমদানির জন্য অপেক্ষা করেছেন।
advertisement
অনেকের কাছে আবার দোকান খোলার অনুমতি পত্র এসেছে অনেক দেরিতে। সন্ধে ৭টা। তখনও মদের দোকানের সামনে দীর্ঘ লাইন। কোথাও তখন ১৫০, কোথাও ২৫০ মানুষের লাইন। তবে সন্ধে সাতটা বাজতেই পুলিশ গিয়ে আজকের মতো মদের দোকান বন্ধ করে দেয়। যাঁরা পাননি তারা আশাহত হয়ে বাড়ি ফেরেন। পরের দিন আবার চেষ্টা করার অপেক্ষায় তারা। মঙ্গলবার থেকে দোকান খুলবে বেলা ১২ টায়। বন্ধ হবে সন্ধে ৭টায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্ধে ৭টা, তখনও মদের দোকানের সামনে দীর্ঘ লাইন !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement