Jibankrishna Saha: পাঁকে ডোবা মোবাইলেই লুকিয়ে বিপুল তথ্য, জীবনকৃষ্ণকে নিয়ে আদালতে বিস্ফোরণ সিবিআই-এর

Last Updated:

Jibankrishna Saha: সিবিআই সূত্রে দাবি, বিধায়ক জীবনের দ্বিতীয় মোবাইল থেকেও তথ্য উদ্ধার সম্ভব হয়েছে।

জীবনকৃষ্ণ সাহার ফাইল ছবি
জীবনকৃষ্ণ সাহার ফাইল ছবি
বড়ঞা:  বড়ঞার বিধায়কের মোবাইলেই লুকিয়ে তথ্য। সেই তথ্য সামনে রেখেই নিয়োগ দুর্নীতি মামলায় আগামী দিনে বড়সড় রহস্যের উন্মোচন করতে তৎপর। শনিবার জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করে এমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  উল্লেখ্য, জীবন গ্রেফতারের আগে তাঁর দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন বাড়ির সংলগ্ন পুকুরে। সেই মোবাইল খুঁজতে পাঁকে নামতে হয় সিবিআইকে। উদ্ধারও হয় দুটি মোবাইল ফোন। এ বার সেই মোবাইলের ভিতরে থাকা তথ্য দিয়েই সিবিআই হেফাজতের শেষ দিনে জামিনের বিরোধিতা করল সিবিআই।
সিবিআই সূত্রে দাবি, বিধায়ক জীবনের দ্বিতীয় মোবাইল থেকেও তথ্য উদ্ধার সম্ভব হয়েছে। প্রথম মোবাইলের পর দ্বিতীয় মোবাইল থেকেও মিলেছে অডিও ক্লিপ। এ ছাড়া মিলেছে একাধিক পিডিএফ ফাইল। যা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য বলেই দাবি করছে সিবিআই। এর আগে প্রথম মোবাইল থেকেও প্রায় ১০০টি অডিও ক্লিপ পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
advertisement
আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য ছাড়বে এই বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
রবিবার শেষ হত জীবনকৃষ্ণের সিবিআই হেফাজত। তবে একদিন আগেই শনিবার জীবনকে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে খবর, সিবিআইয়ের আবেদন ও কেস ডায়েরিতে মোবাইল থেকে পাওয়া তথ্যের কথা বলেছে সিবিআই।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যা তদন্তের কাজে সাহায্য করবে।শুধু তাই নয়, প্রথমে মোবাইল থেকে উদ্ধার হওয়া অডিও ক্লিপের ট্রান্সক্রিপশন আদালতে জমা দিয়েছে সিবিআই। একইসঙ্গে দ্বিতীয় মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের কথাও হয়েছে আদালতে।
সিবিআই সূত্রে খবর, জীবনের বাড়ির পাশের পুকুর থেকে মোবাইল উদ্ধার হওয়ার পর তা পরীক্ষার জন্য সাহায্য নেওয়া হয় ফরেন্সিক এক্সপার্ট ও সাইবার এক্সপার্টদের। তাঁরাই দু'টি মোবাইল থেকে তথ্য উদ্ধার করেছেন। যা নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম গুরুত্বপূর্ন তথ্য হিসেবে কাজ করবে। যদিও জীবনকে এদিন আদালতের বাইরে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, কোনও কিছুই তারঁ মোবাইল থেকে পাওয়া যায়নি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jibankrishna Saha: পাঁকে ডোবা মোবাইলেই লুকিয়ে বিপুল তথ্য, জীবনকৃষ্ণকে নিয়ে আদালতে বিস্ফোরণ সিবিআই-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement